ভারী যানবাহন উঠতেই সেতুটি কেপে উঠছে অনবরত। এই বুঝি গাড়িসহ নদীতে ধসে পড়লো সেতু। ফাটল ধরেছে তলায়, পলেস্তারা খসে বের হয়ে আছে রড। কোথাও নেই লোহার অস্তিত্ব, সৃষ্টি হয়েছে গর্ত। এ যেন ঢাকাগামী যাত্রীদের জন্য এক মরণফাঁদ। বলছিলাম শরীয়তপুরের কোটাপাড়া সেতু। যা ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে কয়েক বছর আগেই। তবে বিকল্প ব্যবস্থা না থাকায় তাই দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে হাজারো মানুষ। যাত্রী আর চালকরা বলছেন প্রাণহানির ঘটনায় এড়াতে দ্রুত পাশেই নির্মাণ হওয়া নতুন সেতুটি চালু করা হোক। জেলার সড়ক বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর জেলা শহর থেকে অদূরে ঢাকা-শরীয়তপুর রুটে কীর্তিনাশা নদীর ওপর নব্বই দশকে নির্মাণ হয় কোটাপাড়া প্রেমতলা সেতু। পরবর্তীতে সেতুটি জরাজীর্ণ হয়ে পড়ায় ২০১৭ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে জেলার সড়ক বিভাগ। পদ্মা সেতু চালুর পর শরীয়তপুর-ঢাকা...
শরীয়তপুর-ঢাকা রুটের কোটাপাড়া সেতু যেন এক মরণফাঁদ!
শরীয়তপুর প্রতিনিধি

গাজীপুরে গজারি বনে অটোচালক কিশোরের মরদেহ উদ্ধার
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের সদর উপজেলায় রুদ্রপুর এলাকায় গভীর গজারি বনের ভেতর থেকে রাসেল বেপারী (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার রুদ্রপুর পূর্বপাড়া এলাকার বনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রাসেল বেপারী রুদ্রপুর মধ্যপাড়া এলাকার স্থানীয় মৃত কাদির বেপারীর ছেলে। সে হোতাপাড়া থেকে আরপিগেট সড়কে অটোরিকশা চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করত। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে রাসেল অটো নিয়ে বের হলেও রাতে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে শনিবার ভোরে স্থানীয়রা বনের ভেতর একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। নিহতের পরিবার ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে। জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, সকালে খবর পেয়ে...
রাজশাহীতে প্রবাসী নারীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার
রাজশাহী প্রতিনিধি

রাজশাহী নগরীর ভদ্রা এলাকার একটি বাড়ি থেকে এক নারীর আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে পাশের বাড়ির ভাড়াটিয়ার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে। নিহত ওই নারীর নাম হেলেনা (৩৫)। পরিবারের দেয়া তথ্য মতে, কাজের সুবাদে তিনি সৌদি আরবে ছিলেন। দেশে ফিরে হেলেনা দুই বছর আগে আলমগীর হোসেনকে বিয়ে করেন। বিয়ের পর থেকে আলমগীরের সাবেক স্ত্রীর সঙ্গে তার বিবাদ লেগেই থাকতো। এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান, ধারণা করা হচ্ছে শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী আলমগীর হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তের পর বলা যাবে।...
ইজতেমায় হামলার গুজব রটানো ব্যক্তি পুলিশের হেফাজতে
নিজস্ব প্রতিবেদক

ইজতেমায় হামলার হতে পারে, এমন গুজব ছড়ানো ব্যক্তিতে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (জিএমপি) ড. নাজমুল করিম খান। তিনি জানান, ওই ব্যক্তির সঙ্গে কথা বলা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ব ইজতেমা ময়দানের ২নং গেটের ভেতরে বিদেশি খিত্তার সামনে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিং তিনি এ কথা বলেন। জিএমপি কমিশনার বলেন, গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমের যে আইডি থেকে ইজতেমায় হামলা হতে পারে বলে গুজব ছড়ানো হয়েছিল, সেই আইডির মালিককে ইতোমধ্যে নিরাপত্তা হেফাজতে আনা হয়েছে। তার সঙ্গে কথা বলা হচ্ছে। পরবর্তী সময় আটক বা গ্রেপ্তার করার দরকার হলে করা হবে। এদিকে, সব কিছু ঠিক থাকলে আগামীকাল রোববার বেলা ১২টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর