এফআর টাওয়ারের আগুনে গেল আর এক প্রাণ

বনানীর আগুন

এফআর টাওয়ারের আগুনে গেল আর এক প্রাণ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত আবু হেনা মোস্তফা কামালও (৪১) চলে গেলেন। এনিয়ে আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬ জনে। শনিবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ।

তিনি জানান, নিহত মোস্তফা কালাম এফআর টাওয়ারের ১০তলার ট্রাভেল এজেন্সি হেরিটেজ এয়ার এক্সপ্রেসে সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীর ২২ তলা এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ওই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। প্রায় ছয় ঘণ্টার চেষ্টা পর রাত সাতটার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে ২২তলা ভবনটিকে আটকা পড়ে অনেকেই। তাদের মধ্যে কেউ কেউ লাফিয়ে পড়ে প্রাণে বাঁচার চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী কাজ করে।
এঘটনায় এক শ্রীলঙ্কান নাগরিকসহ ২৫ জন প্রাণ হারান। আহত হয় প্রায় শতাধিক। তাদের মধ্যে অন্তত অর্ধশত মানুষ দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল, সম্মিলিত সামরিক, ইউনাইটেড, কুর্মিটোলা, অ্যাপোলোসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর