ইউএনও’র অভিযানে পালাল বর-কনে

বাল্যবিয়ে। প্রতীকী

ইউএনও’র অভিযানে পালাল বর-কনে

নাটোর প্রতিনিধি

নাটোর সদর উপজেলা থেকে নবম শ্রেণির এক ছাত্রীকে বাগাতিপাড়ায় এনে রাতে বিয়ে দেওয়ার চেষ্টা করে তার স্বজনরা। কিন্তু উপজেলা প্রশাসনের গোচরে এলে রাতেই অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন ইউএনও।

শুক্রবার রাতে উপজেলার খামার বজরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও নাসরিন বানু জানান, নাটোর সদর উপজেলার নবম শ্রেণিতে পড়ুয়া মেঘলা নামের ওই ছাত্রীকে লুকিয়ে বিয়ের আয়োজন করে তার স্বজনরা।

মেঘলা নাটোর সদরের বুলেট মিয়ার মেয়ে। শুক্রবার রাতে বাগাতিপাড়া উপজেলার খামার বজরাপুর গ্রামে বহিরাগত ওই ছাত্রীর দুলাভাই আব্দুল মমিনের ছেলে মিঠুর বাড়িতে বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়। বরও যথারীতি ওই বাড়িতে উপস্থিত হন। খামার বজরাপুরের ওই বাড়িতে বাল্যবিয়ের গোপন সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন রাতেই সেখানে এক অভিযান চালান।
অভিযানের খবর পেয়ে বর-কনেসহ সবাই বাড়ি থেকে পালিয়ে যায়। পরে গ্রাম পুলিশ দিয়ে বাড়ির মালিক আব্দুল মমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বাল্যবিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দেন।

ইউএনও নাসরিন বানু আরও বলেন, বাল্যবিয়ের ব্যাপারে কোনো শিথিলতা দেখানো হবে না।

(নিউজ টোয়েন্টিফোর/নাসিম/তৌহিদ)