খুলনায় ৮টি উপজেলায় ভোটগ্রহণ চলছে

খুলনায় ৮টি উপজেলায় ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে খুলনার ৮টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। আজ রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে পারে বলে নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন।  

খুলনার রূপসা উপজেলার ইলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহেরুন্ননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বটিয়াঘাটা উপজেলার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলিয়ার খানাবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র ঘুরে এসব চিত্র দেখা যায়।

ভোটারদের উপস্থিতি না থাকায় এসব কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা, পোলিং এজেন্টসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনেকটা অলস সময় কাটাতে দেখা গেছে।  

বেলা ১১টা পর্যন্ত রূপসা উপজেলার বেলফুলিয়া উচ্চ বিদ্যালয়, মেহেরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে ২৯৭টি। এখানে মোট ভোটারের সংখ্যা ৩ হাজার ৫৩৩ জন।  

প্রার্থীদের এজেন্টরা জানান, বিগত কয়েকটি নির্বাচনেই ভোটারের উপস্থিতি কমেছে।

ভোটকেন্দ্রের পরিবেশ, জাল ভোট ও ভয়ভীতি দেখানোর কারণে ভোটাররা কেন্দ্রে আসতে আগ্রহ বোধ করেন না।
 
রূপসার ইলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩ হাজার ৯৩৬ জন। বেলা ১১টা পর্যন্ত এখানে ভোট পড়েছে প্রায় ৪শ’। কেন্দ্রের প্রিসাইডিং অফিসরা শাহাদাৎ হোসেন সেখ জানান, ভোটারদের উপস্থিতি কিছুটা কম। তবে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়তে পারে।  
 
জানা যায়, খুলনার ৯টি উপজেলার মধ্যে বটিয়াঘাটা ও ফুলতলা উপজেলায় আওয়ামী লীগের দুই  চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। ডুমুরিয়া উপজেলায় নৌকা প্রতিক নিয়ে দ্বন্দ্বে উচ্চ আদালতের নির্দেশে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।  

এছাড়া বাকি ৬টি উপজেলায় চেয়ারম্যান পদে ২১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪০জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৫ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহণ করছেন। এখানে মোট ভোটার রয়েছেন ১০ লাখ ৬৭ হাজার ৩৮৪ জন। এর মধ্যে নারী ভোটার ৫ লাখ ৩৩ হাজার ২৭১ জন।  

উল্লেখ্য, গত উপজেলা নির্বাচনে খুলনার ৯টি উপজেলার মধ্যে ৬টিতে চেয়ারম্যান পদে জয় পায় আওয়ামী লীগ। ডুমুরিয়া ও পাইকগাছায় বিএনপি এবং কয়রায় জামায়াত প্রার্থী নির্বাচিত হন। তবে এবার বিএনপি ও জামায়াতের কোন প্রার্থী নির্বাচনে অংশ নেয়নি।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর