'অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ফ্লোরগুলোর মালিক বিএনপি নেতা'

ছবি সংগৃহীত

'অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ফ্লোরগুলোর মালিক বিএনপি নেতা'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বনানী অগ্নিকাণ্ডের পর তারা বললেন দেশে কোনও গনতন্ত্র নাই এবং সে কারনেই এ দূর্ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ড ও গণতন্ত্রের মধ্যে সম্পর্ক কি তা আমি জানি না।

তিনি  বলেন, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ফ্লোরগুলোর মালিক একজন বিএনপি নেতা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যে তাকে আটক করেছে এবং অন্যান্য অপরাধীদেরকেও আটকের চেষ্টা করছে।

সবকিছু রাজনীতকরণ করবেন না।

রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রত্যেকেরই উচিত ভবন নির্মাণবিধি লংঘনকারীদের অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা।

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি এবং ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট সবসময়ই সবকিছু নিয়ে রাজনীতি করতে চেষ্টা করছে।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনবিসি অনুসারে ভবন নির্মাণের ক্ষেত্রে অগ্নিনির্বাপন ব্যবস্থা স্থাপন করা বাধ্যতামূলক, কিন্তু এফআর টাওয়ার নির্মাণের ক্ষেত্রে বিএনবিসি অনুসরণ করা হয় নাই।

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর