‘দ্রুত মার্কেট চালু করে দিন’

গুলশান-১ নম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচা বাজার ও সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দীন মোহাম্মদ

‘দ্রুত মার্কেট চালু করে দিন’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গুলশানের পুড়ে যাওয়া মার্কেট সংস্কারের ব্যাপারে মেয়রের সুস্পষ্ট ঘোষণা পাচ্ছেন না বলে ক্ষোভ প্রকাশ করেছেন গুলশান-১ নম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচা বাজার ও সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দীন মোহাম্মদ। বলেছেন, পুড়ে যাওয়া মার্কেট সংস্কার করে না দিলে মঙ্গলবার (২ এপ্রিল) থেকে রাস্তায় বসে ব্যবসা শুরু করা হবে।

সোমবার বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন সমিতির সভাপতি। এসময় মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

দীন মোহাম্মদ বলেন, কবে থেকে মার্কেটের সংস্কার কাজ শুরু করবেন, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম সুস্পষ্ট ঘোষণা না দিলে প্রয়োজনে নিজেরা মার্কেট পরিষ্কার করে বসে পড়ব। আমরা বারবার বলছি, যত দ্রুত সম্ভব মার্কেট চালু করে দিন। কিন্তু মেয়র সাহেবের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা পাচ্ছি না।

‌‘যদিও মেয়র বলেছেন, দ্রুততম সময়ে মার্কেট চালু করে দেবেন।

কিন্তু কবে নাগাদ তা চালু করে দেবেন, সেটা স্পষ্ট করে কিছু বলছেন না। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর