মোমবাতির আলোয় এইচএসসি পরীক্ষা!

এইচএসসি পরীক্ষা

মোমবাতির আলোয় এইচএসসি পরীক্ষা!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে রংপুরের কেন্দ্রগুলোতে মোমবাতির আলোয় পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে বেশির ভাগ পরীক্ষা কেন্দ্রে এ চিত্র দেখা গেছে।

সূত্রে জানা গেছে, আগের রাতের কালবৈশাখী ঝড় আর বৃষ্টিতে রংপুরের সবগুলো ফিডে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ ছিড়ে পড়ে যায়।

একারণে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট তৈরি হয়।

সোমবার সকালে রংপুর নগরীর শালবন এলাকার সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়- পরীক্ষার্থীরা মোমবাতি হাতে কেন্দ্রে প্রবেশ করছে।

শিক্ষার্থীরা জানান, বিদ্যুৎ বিভ্রাট ও আলো স্বল্পতার কারণে মোমবাতি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছেন তারা।

সরকারি বেগম রোকেয়া কলেজ অধ্যাক্ষ মোবাখখারুল ইসলাম জানান, মধ্যরাতে ঝড় হওয়ায় নগরীর বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়েছেন।

এতে তাদের ভীষণ সমস্যা হয়েছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, রংপুরের নির্বাহী প্রকৌশলী (জিএমডি) মো. শাহজাহান আলী বলেন, মধ্যরাতে ঝড়ের তাণ্ডবে রংপুরসহ আশপাশের এলাকাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা জরুরি ভিত্তিতে পৌনে ১২টার দিকে সংযোগ সচল করি।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)