১৪ লাখ প্রতিবন্ধীদের ভাতা দেয়া হবে: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

১৪ লাখ প্রতিবন্ধীদের ভাতা দেয়া হবে: প্রধানমন্ত্রী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ। আগামী বাজেটে দেশের ১৪ লাখ প্রতিবন্ধীদের ভাতার আওতায় আনা হবে। ১২তম বিশ্ব অটিজম দিবসের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি এ কথা বলেন।

অটিজম দিবসের এবারের স্লোগান ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার’।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধিদের সুরক্ষায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম উদ্যোগ নিয়ে ছিলেন। খেলাধুলা ও শিক্ষাক্ষেত্রসহ প্রতিবন্ধীদের সুপ্ত প্রতিভা বিকাশে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এমনকি প্রতিটি বিভাগ ও মেডিকেল কলেজে প্রতিবন্ধী পরিচর্যা কেন্দ্র করা হবে। এ সময় তিন ক্যাটাগরিতে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।

 


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর