চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটের বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৫ মে) সকাল ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। জানা গেছে, বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা করে। এরপরে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বনলতা ট্রেনের যাত্রীরা বলেন, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছিল। প্ল্যাটফর্মের কাছে আসতেই বিকট শব্দ। পরে ছুটে গিয়ে দেখি একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়েছে। বগি থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর রেলের লোকজন ঘটনাস্থলে আসে। যাত্রীরা জানান, বনলতা ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হবে। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, রেলওয়ে স্টেশনে ট্রেন লাইনচ্যুত হয়েছে।...
প্ল্যাটফর্মের কাছে আসতেই বিকট শব্দে লাইনচ্যুত ট্রেন
অনলাইন ডেস্ক

নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা
অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী ইসরাত জাহান কাকনকে পুলিশে দিয়েছে একদল শিক্ষার্থী। রোববার (৪ মে) দুপুরে কলেজে গেলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে শিক্ষার্থীরা। এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, কাকন ক্যাম্পাসে আসলে কিছু শিক্ষার্থী কাকনকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নিয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মামলা আছে কি না সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। news24bd.tv/AH
‘হত্যার উদ্দেশ্যে’ হাসনাতের ওপর হামলা, নারায়ণগঞ্জে এনসিপির বিক্ষোভ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হাসনাত আবদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা। রোববার (৪ মে) রাত সাড়ে ১০টায় শহরের কলেজ রোড এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাচলের কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমাব তনু, নারায়ণগঞ্জ শাখার সংগঠক তানজীমুল ইসলাম, আতাউর রহমান, মোস্তফা খন্দকারসহ আরও অনেকে। সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ওপর সন্ত্রাসী হামলার চালানো হয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান...
হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় আটক ২
নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় ২ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। রোববার (৪ মে) রাতে তাদের আটক করা হয় বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রবিউল হাসান। আটককৃতরা হলেন, গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহসেদ দিপু। ডিসি রবিউল হাসান বলেন, রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। চালকের ভাষ্য অনুযায়ী, পেছন থেকে মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে গাড়িতে হামলা চালায় এবং এতে গাড়ির কাচ ভেঙে যায়। আরও পড়ুন হাসনাতের গাড়িতে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ ০৪ মে, ২০২৫ তিনি বলেন, ঘটনার পরপরই...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর