কাশ্মীর সীমান্তে আবারও গুলি: ৪ সেনাসহ নিহত ৭

পাক-ভারত সীমান্তে গোলাগুলি

কাশ্মীর সীমান্তে আবারও গুলি: ৪ সেনাসহ নিহত ৭

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাওয়ালকোটের রাখছিকরি সেক্টরে বিনা উসকানিতে ভারতীয় সেনাদের গুলিতে সাতজন নিহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

আরও বলা হয়, এতে পাকিস্তানি সামরিক বাহিনীর তিনজন নিহত এবং একজন আহত হন। এছাড়া একজন পাকিস্তানি বেসামরিক ব্যক্তিও প্রাণ হারিয়েছেন।

ভারতীয় বাহিনী প্রথমে গুলি ছোড়ার পর তারা এর জবাব দিয়েছে বলেও দাবি করে পাক বাহিনী।

এ কথা অস্বীকার করে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানি সৈন্যরা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চে মর্টার ও গুলি নিক্ষেপ করলে তারা পাল্টা জবাব দিয়েছে। এর ফলে পাকিস্তানি বাহিনীর ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও বলা হয়েছে, পাকিস্তানিদের গুলিতে ভারতীয় আধাসামরিক বাহিনীর এক সদস্য ও দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

এছাড়া নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য ও ১৮ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ভারতীয় বাহিনীর পাল্টা হামলায় পাকিস্তানের সাতটি সেনা চৌকি ধ্বংস হয়েছে বলেও নয়া দিল্লির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর