জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। সভায় অন্যান্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন। ইসি আরও জানায় সভায় ইতালি, স্পেন, জার্মানি, নরওয়ে, সুইডেন, কোরিয়া ও তুরস্কের রাষ্ট্রদূতের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া জাপান দূতাবাসের দুজন, সুইজারল্যান্ড দূতাবাসের দুজন, ব্রিটিশ হাইকমিশনের একজন, কানাডা হাইকমিশনের একজন, অস্ট্রেলিয়া...
ইসির সঙ্গে বৈঠকে বসছেন ১৮ দেশের রাষ্ট্রদূত
অনলাইন ডেস্ক

গবেষণার আড়ালে ভোজনবিলাস
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এক সময় আফ্রিকা থেকে দুদফায় ১১ জোড়া উটপাখি আমদানি করেছিল গবেষণার জন্য। তবে বর্তমানে সেখান থেকে মাত্র দুটি জোড়া উটপাখি বেঁচে রয়েছে, বাকিরা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গবেষণার জন্য আনা এই উটপাখি গুলোকে, মাংসের স্বাদ পরীক্ষা করতে, একে একে খাওয়া হয়েছে কর্তাদের দ্বারা। এছাড়া ২০২৩ সালে বিএলআরআইয়ের শেড থেকে ৩৮টি মোরগ চুরির ঘটনা ঘটেছে। এই মোরগগুলো জবাই করা হয়েছে বলে অভিযোগ ওঠে, যদিও তদন্তের পর কিছুই প্রকাশ করা হয়নি। তবে স্থানীয়ভাবে গুঞ্জন রয়েছে যে, গবেষণার নামে এসব মোরগ খেয়ে শেডটি খালি করা হয়েছে। ঢাকার সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) তার উৎপাদন বাড়ানোর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হলেও, বর্তমান পরিস্থিতি একেবারেই বিপরীত। প্রতিষ্ঠানটির শীর্ষ কর্তারা অধিকাংশ সময় ব্যস্ত থাকছেন...
সাগর-রুনি হত্যার ১৩ বছর: ছয় বছর কোনো তদন্তই হয়নি
অনলাইন ডেস্ক

রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বহুল আলোচিত সাংবাদিক দম্পতির জোড়া খুনের ১৩ বছর পূর্ণ হলো। সাগর-রুনি হত্যা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) স্থানান্তরের আগের ছয় বছর কার্যত কোনো তদন্তই হয়নি। এ সময় তদন্তকারী সংস্থা র্যাব আদালতে তদন্ত প্রতিবেদন দেওয়া নিয়ে কেবল সময়ই চেয়েছে। আগের ছয় বছর, অর্থাৎ ২০১২১৮ পর্যন্ত র্যাবের তদন্তের ফল শূন্য ছিল। এ মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বিগত সময়ের তথ্য বিশ্লেষণ করে একটি জাতীয় দৈনিক পত্রিকাকে এমন অভিমত দিয়েছেন। তদন্ত সংস্থা পিবিআই এখন এ হত্যার ঘটনায় ডিএনএ প্রতিবেদনে পাওয়া সন্দেহভাজন দুই ব্যক্তিকে...
আজ শুভ মাঘী পূর্ণিমা, বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব
অনলাইন ডেস্ক

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শুভ মাঘী পূর্ণিমা, বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ও ঐতিহাসিক দিবস। দিনটি যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপনের জন্য রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৌদ্ধ ভিক্ষুদের মতে, এই পূর্ণিমা তিথিতে তথাগত বুদ্ধ তাঁর ভিক্ষু সংঘের কাছে নিজের মহাপরিনির্বাণ দিবস ঘোষণা করেন। তিনি জানান, এই দিন থেকে তিন মাস পর, বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি স্বীয় দেহত্যাগ করবেন, যা পরবর্তীতে সত্য হয়েছিল। এ কারণে মাঘী পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধের অনিত্য ভাবনা করে ধ্যান, সমাধি ও শীল চর্চায় ব্রতী হন। তারা ইহকাল ও পরকালের সুন্দর জীবন প্রতিষ্ঠার জন্য কঠোর সংকল্প গ্রহণ করেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যানুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে মাঘী পূর্ণিমার তিথি শুরু হবে এবং এটি শেষ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর