গরু বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

পুড়ে যাওয়া গরু

গরু বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঘরে লাগা আগুন থেকে গরু বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে সালেহা খাতুন নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সেই সঙ্গে বাঁচানো যায়নি তিনটি গরুও। মঙ্গলবার রাত দুটার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বাঙ্গালপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালেহা (৬৫) আনছের আলীর স্ত্রী।

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম। জানান, গতকাল রাত দুটার দিকে বাঙ্গালপাড়া গ্রামের বাসিন্দা আনছের আলীর গোয়ালঘরে আগুন লাগে। সে সময় আনছের আলীর স্ত্রী সালেহা গোয়ালঘরে থাকা তিনটি গরুকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। গরু তিনটিও অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

পরে খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে যায় আসবাবপত্রসহ সালেহার পুরো বাড়ি।

গোয়ালঘরে রাখা খড় থেকে ওই আগুনের সূত্রপাত হয় বলে জানান ওসি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর