যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে দখলদার রাষ্ট্র ইসরায়েলের জিম্মি নাগরিকদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার (১০ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করা হয়। অপর দিকে পুনরায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। হামাসের মুখপাত্র আবু উবাইদা বিবৃতির মাধ্যমে বলেন, গত তিন সপ্তাহে, প্রতিরোধ বাহিনীর নেতারা শত্রুদের (ইসরায়েল) চুক্তি লঙ্ঘন অনুসরণ করেছেন। তারা চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। যার মধ্যে- বাস্তচ্যুত সাধারণ মানুষের উত্তর গাজায় ফেরা বিলম্ব করা, বিভিন্ন জায়গায় তাদের ওপর গোলা ও গুলি নিক্ষেপ। এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে দিতেও ব্যর্থ হয়েছে তারা। আবু ওবায়দা বলেছেন, অপর দিকে প্রতিরোধ বাহিনী তাদের কথা সম্পূর্ণভাবে রক্ষা করেছে। আগামী ১৫ ফেব্রুয়ারি,...
জিম্মি মুক্তি স্থগিত করল হামাস
অনলাইন ডেস্ক

গাজাবাসীদের উচ্ছেদের ক্ষমতা কারো নেই: এরদোগান
অনলাইন ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার ক্ষমতা কারো নেই বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রোববার মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ইস্তাম্বুল বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের। হাজার বছরের পুরোনো এই চিরায়ত মাতৃভূমি থেকে গাজার জনগণকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই। এএফপির খবর। সম্প্রতি ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজার দুই মিলিয়নের বেশি ফিলিস্তিনিকে উচ্ছেদ করে অঞ্চলটির পুনর্গঠনের প্রস্তাব দেন। এ পরিকল্পনা বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়েছে এবং আরব-মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ট্রাম্প এও বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের ফেরার কোনো অধিকার থাকবে না। সব মিলিয়ে ফিলিস্তিনিরা...
ফিলিস্তিনিদের গাজায় ফেরার কোনো অধিকার থাকবে না: ট্রাম্প
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের গাজা দখল করার পরিকল্পনার অধীনে ফিলিস্তিনিদের গাজায় ফেরার কোনো অধিকার থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সোমবার (১০ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি ওঠে আসে। ফিলিস্তিনিদের ফিরে যাওয়ার (গাজায়) অধিকার আছে কি না জানতে চাইলে ফক্স নিউজ চ্যানেলের ব্রেট বেয়ারকে ট্রাম্প বলেন, না, নেই। কারণ তাদের আরও ভালো আবাসন হবে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, অন্যভাবে বললে, আমি তাদের (গাজাবাসী) জন্য একটি স্থায়ী জায়গা তৈরি করার কথা বলছি। এর আগে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় রোববার (৯ ফেব্রুয়ারি) নিউ অরলিন্সে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প এ কথা বলেন। গাজা উপত্যকা...
বিয়ে শেষ হতেই স্ত্রীকে মারলেন চড়, হারালেন পুলিশের চাকরি
অনলাইন ডেস্ক

বিয়ে শেষ হতে না হতেই শরু হলো বাগবিতণ্ডা ও হাতাহাতি। আনন্দ যেন কলহে পর্যবসিত হলো। বর কনের গলায় তখনও বিয়ের মালা ঝুলছে। মাত্রই শেষ হয়েছে বিয়ের অনুষ্ঠান। মন্দিরে বিয়ে করেছেন তারা। রাগের মাথায় সদ্য বিবাহিতা স্ত্রীকে থাপ্পড় মেরে বসলেন বর। পেশায় তিনি আবার পুলিশ। মন্দিরে আচার-অনুষ্ঠান চলাকালীন নববিবাহিতা স্ত্রীকে চড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর ওই পুলিশ অফিসারকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ভারতের বিহারের। অভিযুক্ত ব্যক্তি বিহার পুলিশে কর্মরত। বিহারের পুলিশ সুপারের কার্যালয়ে পরিদর্শক হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন তার স্ত্রী। ৪৫ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, সবুজ রঙের জামা পরা যুবক কোনো বিষয় নিয়ে পাশে বসে থাকা তার নববিবাহিত স্ত্রীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর