'আগুন নেভাতে বিশেষ ধরনের হেলিকপ্টার কেনা হবে'

ছবি সংগৃহীত

'আগুন নেভাতে বিশেষ ধরনের হেলিকপ্টার কেনা হবে'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আগুন নেভাতে ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে ফায়ার সার্ভিসের জন্য বিশেষ ধরনের হেলিকপ্টার কেনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সম্পর্কিত সভায় তিনি একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ফায়ার সার্ভিসের জন্য বিশেষ ধরনের হেলিকপ্টার ক্রয় করা হবে। এই হেলিকপ্টার দিয়ে উদ্ধার কার্যক্রম ও আগুন নিয়ন্ত্রণ দুটোই হবে।

বনানীর এফ আর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে হেলিকপ্টার ব্যবহার করায় আগুন আরও ছড়িয়ে যায় বলে জানা গেছে।  

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বনানীর এফ আর টাওয়ারের আগুন একেবারে পিক টাইমে ঘটেছিল। সেই সময়ে ফায়ার সার্ভিস ঝুঁকি নিয়ে কাজ করেছে।

তিনি আরও বলেন, আগুনের ঘটনায় যারা ওই ভবনে আটকা পড়েছিল তাদের উদ্ধারের জন্য বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল।

সব শক্তি ব্যবহার করে লোকজনকে উদ্ধার করতে চেয়েছিলাম। হেলিকপ্টারে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণের জন্য পানিও ঢালা হয়েছিল।

এছাড়া ফায়ার সার্ভিসের আরও আধুনিকায়নের কাজ অব্যাহত রয়েছে। তাদের এখন ঝুঁকি ভাতাও দেয়া হচ্ছে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর