নিরাপদ আম উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে কর্মশালা

নিরাপদ আম উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, প্রক্রিয়াজাত ও বাজারজাত করণ বিষয়ে আম চাষি ও ব্যবসায়ীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।  

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশন এই কর্মশালার আয়োজন করে।  

এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ মনোয়ারুল ইসলাম ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মহাসিন আলী।

বিশেষ অতিথি ছিলেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম কোরআশী মিলু ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ শুকুর উদ্দিন।


 
নিরাপদ আম উৎপাদন, প্রক্রিয়াজাত ও বাজারজাত করণ বিষয়ে আম চাষি ও ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান করেন, কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ সাইফুর রহমান ও প্লাজম কর্মকর্তা কৃষিবিদ মোঃ জহুরুল ইসলাম।
 

সম্পর্কিত খবর