খরা মৌসুমে হঠাৎ তিস্তার পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে। জেগে থাকা বালুচরগুলো নিমিষেই তলিয়ে যাচ্ছে হচ্ছে। অপরদিকে তিস্তার পানি ন্যায্য হিসাব দাবি আদায়ে তিস্তা পাড়ে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে। অপরদিকে তিস্তা পানি বৃদ্ধিতে ব্যারাজের ৬টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর থেকে তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ বৃদ্ধি পাচ্ছে। আজ শনিবার বিকেল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫০ দশমিক১০ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। পানি বৃদ্ধিতে তিস্তা পাড়ের কৃষকরা আশঙ্কায় রয়েছেন। তিস্তার জেগে ওঠা বালুচরের রসুন, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, ডাল-বাদাম সহ অন্যান্য ফসল নষ্ট...
খরা মৌসুমেও হু হু করে বাড়ছে তিস্তার পানি, ৪৮ ঘণ্টার কর্মসূচি
লালমনিরহাট প্রতিনিধি

ট্রেনের দুই বগির মাঝে পড়ে প্রাণ গেল যুবকের
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার সত্যজিৎপুর এলাকায় নকশী কাঁথা কমিউনিটি (মেইল) ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে পাংশা ও কালুখালী উপজেলার সীমান্তবর্তী কালিকাপুর রেল ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত অজ্ঞাত যুবক রাজবাড়ীর দিক থেকে ছেড়ে আসা চলন্ত নকশী কাঁথা কমিউনিটি (মেইল) ট্রেনের ছাদ থেকে নিচে নামতে গিয়ে দুই বগির মাঝ দিয়ে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক তার শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার এসআই সৈয়দ ফরহাদ আলী বলেন, ৯৯৯ মাধ্যমে সংবাদ পেয়ে কালিকাপুর ব্রিজের পাশে মারা যাওয়া ওই যুবককে লাশ উদ্ধার করা হয়েছে। যেহেতু নাশের পরিচয় শনাক্ত হয় নাই। তাই অজ্ঞাত হিসেবে মর্গে পাঠানো হবে।...
বাংলাদেশে ঢুকে কৃষকদের মারপিট, বিএসএফ'র দুঃখ প্রকাশ
কুড়িগ্রাম প্রতিনিধি

বাংলাদেশে ঢুকে পাঁচ কৃষককে পেটানোর ঘটনায় কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিট থেকে ২টা ৩৪ মিনিট পর্যন্ত উপজেলার গোরকমন্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৪ নম্বর সাব পিলারের পাশে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ কর্তৃক বাংলাদেশি কৃষকদেরকে মারধরের কড়া প্রতিবাদ জানায় বিজিবি। বিজিবি সূত্র জানায়, বৈঠকে বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাকিল আলম এবং বিএসএফের পক্ষে ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার অমিত কুমার নেতৃত্ব দেন। বৈঠকে বিএসএফ কর্তৃক সীমান্তের শুন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকে মাঠে কাজ করা সাধারণ...
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর
মুন্সিগঞ্জ প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. জামাল শেখ (৪০) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। এ সময় মোটরসাইকেল চালক রায়হান (১৭) আহত হন। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল শেখ উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের দামলা গ্রামের মৃত শেখ আলাউদ্দিনের পুত্র। তিনি উপজেলার বালাশুরে বিক্রমপুর শপিং কমপ্লেক্সের রেডিমেট পোশাক বিক্রি করতেন। তিনি দুই সন্তানের জনক। ফায়ার সার্ভিস জানায়, দুপুরে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। এসময় আরোহী জামাল শেখ ঘটনাস্থলেই নিহত হন। নিহতের মরদেহ সড়ক থেকে স্বজনেরা বাড়ি নিয়ে গেছেন বলে জানান শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী বলেন, এ বিষয়ে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর