সম্প্রতি জমি সংক্রান্ত বিবাদের জেরে চিত্রনায়িকা পপি ও তাঁর পরিবারকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এরই মধ্যে সামনে এলো অভিনেত্রী রুনা খানের বাবার সম্পত্তি বণ্টনের বিষয়। তবে এখানে দ্বন্দ্ব নয়, সঠিকভাবে রুনা খানের বাবার সম্পত্তি ভাগ করেছেন তাঁর ভাই তুহিন। বিষয়টি সামাজিক মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী রুনা খান নিজেই। ফেসবুক স্ট্যাটাসে রুনা খান জানান, তার বাবার ২৫ কাঠার একটি জমি ছিল। সেই জমি বিক্রির টাকা তাঁর ভাই তাঁকে বুঝিয়ে দিয়েছে। রুনা লিখেছেন, তুহিন বয়সে আমার দেড় বছরের ছোট, কিন্তু পড়াশুনায় ৫ বছর পেছনে। আম্মা-আব্বু আমাকে ৫ বছর বয়সে প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে সরাসরি ক্লাস টু-তে ভর্তি করান। আর তাঁকে ৫ বছরে প্লে-গ্রুপ থেকে ক্লাস-টু উঠতে উঠতে তার বয়স ১০। এরপর অভিনেত্রী লেখেন, তিনি যখন ইডেনে অনার্সে ভর্তি হন তখন তার ভাই ৯ম শ্রেণিতে পড়েন।...
ভাইয়ের সমান সম্পত্তি পেলেন রুনা খান
অনলাইন ডেস্ক

‘আমি পরীর যোগ্য— কথাটি চ্যাটজিপিটি থেকে পেয়েছি’
অনলাইন ডেস্ক

ঢালিউড চিত্রনায়িকা পরীমনি নাকি ডানাকাটা পরী, কার প্রেমে মগ্ন তরুণ গায়ক শেখ সাদী, তা নিয়ে শুরু হয় নানা জল্পনা। বিষয়টি নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই মুখ খুললেন পোস্টদাতা সেই শেখ সাদী। গণমাধ্যমকে তিনি জানালেন, সেই পোস্টে পরীমনির যোগসূত্র রাখেননি সাদী। তার কথায়, ও রকম সিরিয়াস কিছু ভেবে দেইনি। কিন্তু সবাই যে এত সিরিয়াসলি এটা নেবে, ভাবতেও পারিনি। এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে ভাবব। সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে, এর বেশি আর কিছু নয়। সেই পোষ্টের ক্যাপশনটি চ্যাটজিপিটি থেকে পেয়েছেন বলেও দাবি শেখ সাদীর। বলেন, চ্যাটজিপিটির কাছ থেকে একটা ক্যাপশন চেয়েছিলাম। সেখান থেকে এমন একটা বাক্য পেয়েছি। আরও পড়ুন:ফের বিয়ের পথে পরীমনি? শেখ সাদীকে নিয়ে জল্পনা তুঙ্গে শেখ সাদী আরও বলেন, বিশ্বাস করুন, চ্যাটজিপিটি অনেক স্মার্ট। তবে বিষয়টা তো এ রকম নয়। এটা ঠিক যে...
সবকিছু ভুলে হলিউড ছাড়তে চান অ্যাঞ্জেলিনা জোলি!
অনলাইন ডেস্ক

দীর্ঘদিন ধরে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বাস করছেন। ব্র্যাড পিটের সঙ্গে দীর্ঘ স্মৃতি, বিবাদ, তিক্ত বিবাহবিচ্ছেদ-সবকিছুই ভুলে থাকার জন্য চিরতরে স্থানটি ত্যাগ করতে চান এই অভিনেত্রী। শুধু লস অ্যাঞ্জেলেসই নয়, আমেরিকাও ত্যাগ করতে চেয়েছিলেন তিনি। অন্য কোনো দেশে গিয়ে নতুন করে সবকিছু শুরু করতে চেয়েছেন। সেটা হতে পারে ইউরোপি কিংবা কম্বোডিয়া। কিন্তু চাইলেও সেটা পারছেন না। কারণ, সন্তানেরা লস অ্যাঞ্জেলেস ত্যাগ করতে রাজি নন। বহু চেষ্টার পরেও সেটি হচ্ছে না। সম্প্রতি মার্কিন গণমাধ্যম জানিয়েছে, অ্যাঞ্জেলিনা জোলির হলিউড থেকে পালানোর পরিকল্পনা সন্তানদের কারণেই ভেঙে পড়ছে। কারণ, তার সন্তানরা- ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলোহ এবং যমজ সন্তান নক্স এবং ভিভিয়েন লস অ্যাঞ্জেলের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। তাদের বন্ধুবান্ধব, ক্যারিয়ার...
কাঁদতে কাঁদতে পপি বললেন, ‘আমি এক হতভাগা মেয়ে’
অনলাইন ডেস্ক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি। পারিবারিক বিরোধের জেরে হঠাৎ করে সংবাদের শিরোনামে উঠে এলেন এই অভিনেত্রী। বিরোধের সূত্রে খুলনার সোনাডাঙ্গা থানায় জিডি করেছেন এই অভিনেত্রীর ছোট বোন ফিরোজা পারভীন। তবে হঠাৎ করে সপ্তাহখানেক ধরে পপির পারিবারিক দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসায় অনেকে হতবাক হয়েছেন। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা পপি কিশোরী বয়স থেকে দিনরাত পরিশ্রম করে ঢাকায় নিজের একটা অবস্থান করে নেন। তাঁর সমসাময়িক অন্য জনপ্রিয় নায়িকাদের আর্থিক উন্নতির চিত্র দেখে পপি নিজের মুখোমুখি হন। হিসাব মেলাতে শুরু করেন। সেই যে নবম শ্রেণিতে কাজ শুরু, আরও পার হয়েছিল ২০ বছরের বেশি সময়। পপি বলেন, আয়ব্যয়, ব্যাংকবিমার খোঁজ তিনি রাখতেন না। খোঁজ রাখতেন তাঁর মাবাবা। ঢাকার বাড়িভাড়া থেকে শুরু করে সংসারের অন্য সব ব্যয় তিনিই করতেন। ব্যাংকে কত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর