সুপ্রভাত বাসের মালিক গ্রেপ্তার

সুপ্রভাতের মালিক গ্রেপ্তার

সুপ্রভাত বাসের মালিক গ্রেপ্তার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানীর নদ্দা এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় সুপ্রভাত পরিবহনের বাসটির মালিক গোপাল কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল বাতেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেছেন, বাসটির মালিককে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করেছেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।

উল্লেখ্য, গত ১৯ মার্চ রাজধানীর নদ্দা এলাকায় সুপ্রভাত বাসের চাপায় ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আবরার নিহত হওয়ার পর ওই বাসের রেজিস্ট্রেশন, রুট পারমিট সাময়িকভাবে বাতিল করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার বাসটির চালক মো. সিরাজুল ইসলাম, কন্ডাকটর ইয়াছিন আরাফাত ও চালকের সহকারী ইব্রাহীম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আবরারের মৃত্যুর ঘটনায় তার বাবা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহাম্মেদ চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় যে মামলা করেছেন তাতে ওই তিনজন ছাড়া বাস মালিককে আসামি করা হয়েছিল।

ওই সময় পুলিশ কর্মকর্তা বাতেন এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, গত ১৯ মার্চ সকালে সদরঘাট থেকে রওনা হওয়ার পর ওই বাসটি শাহজাদপুর বাঁশতলা এলাকায় এক কলেজছাত্রীকে চাপা দেয়। বাসের মূল চালক সিরাজুল ইসলামকে ধরে তখন পুলিশে দেন যাত্রীরা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর