যেসব শিল্প কারখানা উচ্চমাত্রায় ভূ-গর্ভস্থ পানি ব্যবহার করে তাদের থেকে সরকার মাশুল আদায় করবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে সাসটেইনেবল অ্যাপারেল ফোরাম আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, পরিবেশ বান্ধব কারখানা থাকলেও বড় অর্জন নেই। অনেক কারখানা ভূ-গর্ভস্থ পানি ব্যবহার করছেন তা পরিবেশের ওপর চাপ বাড়াচ্ছে। এজন্য পানির পুনব্যবহার করতে হবে জানান পরিবেশ উপদেষ্টা। উপদেষ্টা আরও বলেন, দেশের পোশাক খাত নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। বিদেশি ক্রেতাদের ন্যায্য দাম দেয়ারও আহ্বান জানান সৈয়দা রিজওয়ানা হাসান। news24bd.tv/FA
উচ্চমাত্রায় ভূগর্ভস্থ পানি ব্যবহার করা কারখানা থেকে মাশুল আদায় করবে সরকার
নিজস্ব প্রতিবেদক

এজহার সুন্দর করে লেখেন, হুটহাট জামিন দেবেন না: আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
পুলিশ যখন আদালত ঠিকমতো কথা বলতে পারবে তখন মবের প্রবণতা অনেকটাই কমে যাবে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে দেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব বলেন। উপদেষ্টা বলেন, পতিত ফ্যাসিস্টের লক্ষ লক্ষ টাকায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এজাহার সুন্দর করে লেখেন। তথ্য দেন। হুট হাট করে কাউকে জামিন দেবেন না। বিচার বিবেচনা করে জামিন দেবেন। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে যাচ্ছি। আইন উপদেষ্টা আরও বলেন, ১৫ বছর অরাজকতা হয়েছে। গুম হয়েছে, খুন হয়েছে। প্রতিটা হত্যার বিচার হবে এই বার্তা দিতে হবে। তা না হলে এই পদে থাকার মানে হয় না। মব তন্ত্র ভয়াবহ। বিচার বিভাগ থেকে শুরু করে সব বিভাগ সঠিক ভাবেকাজ করলে মবতন্ত্র কমে যাবে। সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে...
ফ্যাসিবাদের দোসররা যেন জামিন না পায় সতর্ক থাকুন: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
গ্রেপ্তার ফ্যাসিবাদের দোসররা যেন জামিন না পায় সে বিষয়ে সতর্ক থাকতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীররাজারবাগ পুলিশ লাইন্সে দেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়েআয়োজিত এক সেমিনারে তিনি এসব বলেন। এসময় উপদেষ্টা বলেন, পতিত স্বৈরাচারের লোকরা বর্তমানে নৈরাজ্য সৃষ্টি করে তাদের অবস্থান জানান দিচ্ছে। সবাইকে আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। উপদেষ্টা বলেন, ইতোমধ্যে উল্লেখযোগ্য অপরাধী গ্রেপ্তার হয়েছে। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে৷ কোনো সন্ত্রাসী ফ্যাসিবাদের দোসর যেন জামিন না পায় সতর্ক থাকুন। তারা জামিন পেয়ে যদি আবারও অপরাধে জড়ায় সেটা কোনোভাবেই কাম্য না। এসময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, পতিত...
ইসির সঙ্গে বৈঠকে বসছেন ১৮ দেশের রাষ্ট্রদূত
অনলাইন ডেস্ক

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। সভায় অন্যান্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন। ইসি আরও জানায় সভায় ইতালি, স্পেন, জার্মানি, নরওয়ে, সুইডেন, কোরিয়া ও তুরস্কের রাষ্ট্রদূতের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া জাপান দূতাবাসের দুজন, সুইজারল্যান্ড দূতাবাসের দুজন, ব্রিটিশ হাইকমিশনের একজন, কানাডা হাইকমিশনের একজন, অস্ট্রেলিয়া...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর