আধুনিক ফুটবলে এক যুগেরও বেশি সময় রাজত্ব করে আসা অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। তাদের মধ্যে কে সেরা তা নিয়ে প্রায়শই বিতর্কে জড়ান ভক্তরা। এমনকি রোনালদো নিজেও তাকে সর্বকালের সেরা ফুটবলার দাবি করেন। তবে ডি মারিয়া মনে করেন, মেসি ইতিহাসের সেরা ফুটবলার। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে এ বিতর্কের ইতি টেনেছেন মেসি। ইনফোবায়ের মি সিলেসিয়ন সিরিজে ডি মারিয়া বলেন, আমার চোখে লিওই (মেসি) বিশ্বসেরা এবং ইতিহাসের সেরা। সেটা কোনো দ্বিধা ছাড়াই। তবে রোনালদো নিজেকে ইতিহাসের সেরা দাবি করায় মোটেও অবাক হচ্ছেন না ডি মারিয়া। তিনি বলেন, আমি অবাক হইনি। তার সঙ্গে চার বছর খেলেছি। সেসব সময় এমনই বলে থাকে। সব সময় চেষ্টা করে এসেছে সেরা হওয়ার জন্য। কিন্তু রোনালদো ভুল সময়ে জন্ম নিয়ে ফেলেছে। সময়টা ওর পক্ষে নয়। কারণ, একই সময়ে জন্ম নিয়েছে জাদুর...
‘মেসিই বিশ্বসেরা, রোনালদো ভুল সময়ে জন্ম নিয়েছে’
অনলাইন ডেস্ক

ফের বদলে গেল আইপিএলের সূচি
অনলাইন ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সূচিতে আবারও পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এই খবর দিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। টুর্নামেন্টের পরিচালনা পর্ষদ প্রথমে ১৪ মার্চ আইপিএল শুরু করার কথা ভেবেছিল। সেটা থেকে সরে এসে ২১ মার্চকে নতুন দিনক্ষণ হিসেবে ঘোষণা করা হয়। এবার সেখানেও হলো পরিবর্তন। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ২২ মার্চ শনিবার থেকে এবারের আসর শুরু হবে। এই পরিবর্তন নাকি হয়েছে সম্প্রচারমাধ্যমের অনুরোধে, তাদের অনুরোধ ছিল যেন শনিবার টুর্নামেন্ট শুরু করা হয়। পূর্ণাঙ্গ সূচি ঘোষণা না করলেও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর তারিখ ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ঠিক হয়েছে কয়েকটি ম্যাচের দিনক্ষণ ও ভেন্যু। এরমধ্যে আছে উদ্বোধনী ম্যাচ, রানার্সআপদের প্রথম ম্যাচ ও ফাইনাল। আইপিএলের নিয়মিত...
মেসিকে বহু পেছনে ফেললেন রোনালদো
অনলাইন ডেস্ক

৪০ বছর বয়সেও ক্রিশ্চিয়ানো রোনালদোর গতি কমেনিচলছে মাঠের ভেতরে ও বাইরে সমান তালে। পর্তুগিজ সুপারস্টার আরও এক বছরের জন্য সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করতে সম্মত হয়েছেন, ফলে তিনি অন্তত জুন ২০২৬ পর্যন্ত ক্লাবটিতে থাকবেন। এ চুক্তির ফলে ক্রীড়াবিদদের মধ্যে আয়ের দিক থেকে রোনালদো আরও এগিয়ে গেলেন। তিনি বিশ্বের ১২ জন ক্রীড়াবিদের একজন, যারা বছরে ১০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেন। তার মোট বার্ষিক আয়বেতন, পুরস্কার এবং বিজ্ঞাপন চুক্তি মিলিয়ে২৬০ মিলিয়ন ডলার। এই আয়ে তিনি এনবিএ তারকা স্টিফেন কারি (১৫৩.৮ মিলিয়ন ডলার) এবং সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন টাইসন ফিউরি (১৪৭ মিলিয়ন ডলার)-এর চেয়ে অনেক এগিয়ে। ফুটবল মাঠে রোনালদোর শীর্ষ প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এই তালিকায় আছেন চতুর্থ স্থানে। তবে আয়ের হিসেবে রয়েছেন বেশ পিছিয়ে। মেসির মোট বার্ষিক আয়...
দুই ম্যাচ নিষিদ্ধ লিভারপুল কোচ
অনলাইন ডেস্ক

মাঠে রীতিমত হাঙ্গামা লেগে গিয়েছিল। এভারটনের মাঠ গোডিসন পার্কে গিয়ে স্বাগতিকদের সঙ্গে লিভারপুল ২-২ গোলে ড্র করার পরই স্টেডিয়ামের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলার ও কর্মকর্তারা। রেফারির সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে যান লিভারপুল কোচ ও সহকারী কোচ। যার ফলে মোট চারজনকে লাল কার্ড দেখানো হয়। যার মধ্যে রয়েছেন লিভারপুলের দুই কোচও। মূলত সেই ঘটনার জেরে এবার বড় শাস্তি পেলেন লিভারপুল কোচ আর্নে স্লট। এই ডাচম্যানকে দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ম্যাচ শেষ হওয়ার পর রেফারি মিকায়েল অলিভারের সঙ্গে তর্কে জড়ান লিভারপুল কোচ আরনে স্লট এবং সিপকে হালশপ। এরপর দুজনকেই লাল কার্ড দেখান রেফারি। ফুটবলারদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হওয়ায় লিভারপুলের কার্টিস জোন্স এবং এভার্টনের আবদুল্লায়ে ডুকুরেকে লাল কার্ড দেখানো হয়। আরও পড়ুন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর