কারওয়ানবাজারে বিকল্প পরিবহনের যাত্রী নিহত

প্রতীকী ছবি

কারওয়ানবাজারে বিকল্প পরিবহনের যাত্রী নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানীর কারওয়ানবাজারে মেট্রোরেলের নির্মাণ সামগ্রী ডিভাইডারের সঙ্গে বিকল্প পরিবহনের বাসের ধাক্কায় এক মহিলার নিহত হয়েছে। তার নাম জরিনা বেগম (৬০)। এ দুর্ঘটনায় নিহতের মেয়ে বেবী আক্তার (৩০) গুরুতর আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার রাতে বিকল্প পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনায ঘটে।

আহত বেবী আক্তারকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তারা মিরপুর ১১ নম্বর সেকশনের পলাশ নগরে থাকেন। গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার সরস্বতী গ্রামে।

জানা যায়, মতিঝিল থেকে মিরপুরগামী বিকল্প পরিবহনের বাসটি ওই ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের সামনের দিকে চালকের পাশের আসনে বসা মা-মেয়ে ধাক্কা খেয়ে হতাহতের ঘটনা ঘটে। বাসের আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)


 

সম্পর্কিত খবর