সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের জোর করে পাঠানো (পুশইন) একটি সুপরিকল্পিত ও ন্যাক্কারজনক ঘটনা বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সোমবার (১২ মে) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বিজিবি মহাপরিচালক বলেন, ভারত রোহিঙ্গাসহ নিজ দেশের আশ্রয় নেয়া বাংলাদেশিদের জোর করে বাংলাদেশে পাঠাচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। গত ৭ ও ৮ মে দুদিনে ২০২ জনকে আমরা পেয়েছি, যাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিভিন্ন নির্জন সীমান্ত পয়েন্ট দিয়ে পুশইন করেছে। তিনি জানান, যেসব এলাকায় জনবসতি নেই, সেসব জায়গা বেছে নিয়েই এ ধরনের পুশইনের ঘটনা ঘটানো হচ্ছে। সীমান্তের প্রতিটি স্পট...
ভারতের পুশইন সুপরিকল্পিত-ন্যাক্কারজনক: বিজিবি ডিজি
নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে জরুরি বৈঠকে ইসি
অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির পর বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ মে) সন্ধ্যা পৌনে ৬টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কক্ষে বৈঠক শুরু হয়। বৈঠকে সিইসিসহ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম, আব্দুর রহমানেল মাছউদ, সিনিয়র সচিব আখতার আহমেদ ও সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করার কথা রয়েছে। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন এরই...
বৃহত্তর স্বার্থে কাপ্তাই হ্রদ বাঁচিয়ে রাখা জরুরি: উপদেষ্টা ফরিদা
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

বৃহত্তর স্বার্থে রাঙামাটি কাপ্তাই হ্রদ বাঁচিয়ে রাখা জরুরি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার । তিনি বলেন, নাব্যতা ধরে রাখতে যেমন ড্রেজিং প্রয়োজন। তেমনি মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি জন্য পানি দূষণমুক্ত রাখাও জরুরি। তিনি আরও বলেন, রাঙামাটির এ কাপ্তাই হ্রদ নানামুখী উন্নয়নের সাথে যুক্ত। এ হ্রদের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে এ অঞ্চলের মানুষের জীবন। তাই এ হ্রদ বাঁচিয়ে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আজ সোমবার (১২ মে) বেলা ১১টায় রাঙামাটি মৎস্য উন্নয়ন অধিদপ্তর ও বিপণী কেন্দ্রে (বিএফডিসি) উদ্যোগে ফিসারিঘাটে আয়োজিত কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরন ও মৎস্যজীবীদের ভিজিএফ খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এসব কথা বলেন। বাংলাদেশ...
প্রজ্ঞাপনের পর আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের আলোকে গেজেট প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। সোমবার (১২ মে) সন্ধ্যায় জননিরাপত্তা বিভাগের শাখা- থেকে ওই গেজেট প্রকাশ করা হয়। এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়ের একই শাখা। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। যেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বাক্ষর করেছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, আওয়ামী লীগ ২০০৯ সালে সরকার গঠনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত সময়কালে বিরোধী রাজনৈতিক দলের সদস্য, ভিন্নমতের নাগরিক ও সাধারণ জনগণের উপর গুম, খুন, ধর্ষণ, নির্যাতন,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর