মাঘের বিদায়ে নতুন করে জেগে ওঠার অপেক্ষায় প্রকৃতি। এরই ধারাবাহিকতায় ফাল্গুনের প্রথম দিনে দেশের তিন বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেয়া বার্তায় জানানো হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এ অবস্থায় পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায়...
বসন্তের প্রথম দিনে বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা
অনলাইন ডেস্ক

আ. লীগ নিষিদ্ধ প্রসঙ্গে যা বললেন হান্নান মাসউদ
নিজস্ব প্রতিবেদক

গণহত্যাকারী দল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত মোহাম্মদ হাসানের জানাজা শেষে এই হুঁশিয়ারি দেন তিনি। হান্নান মাসউদ বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ মোহাম্মদ হাসানের মরদেহ সাত মাস পর শনাক্ত করা হয়েছে। একদিকে অনেক শহীদ পরিবারের স্বজনরা প্রিয়জনের মরদেহ খুঁজে পাচ্ছে না। আরেকদিকে একটি গোষ্ঠী ও দল রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা শুরু করেছে। গণহত্যায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্পৃক্ততা আন্তর্জাতিকভাবে প্রমাণিত হওয়ায় আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শহীদ...
ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আরও কর্মী নিতে আমিরাতের প্রতি আহ্বান
অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণ শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমেদ বেলহুল আল ফালাসি তাকে দুবাই বিমানবন্দরে বিদায় জানান। তিনি এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে বাংলাদেশে ফিরছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এসব জানানো হয়েছে। ডব্লিউজিএস-এ যোগদানের পাশাপাশি, শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সাথে বৈঠক করেন। বৈঠকগুলোতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বাণিজ্য ও ব্যবসার সম্প্রসারণ, চট্টগ্রাম বন্দরে আমিরাতি বিনিয়োগ পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উদ্যোগ নিয়ে আলোচনা হয়। তিনি...
সুন্দরবন রক্ষায় ৯ দাবি
অনলাইন ডেস্ক

সুন্দরবনে অপরিকল্পিত গাছকাটা, পশু-পাখি হত্যা ও মাছ ধরা অবিলম্বে বন্ধ করাসহ ৯ দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। সুন্দরবন দিবস পালন উপলক্ষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশে এসব দাবি জানায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও গ্রিন ভয়েস। এসময় পরিবেশবাদীরা বলেন, ভারতের ফারাক্কা ব্যারেজ ও অন্যান্য কারণে বনের পানিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে বিতাড়িত আওয়ামী সরকারের গৃহীত সুন্দরবন বিনাশী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ফলে সুন্দরবনের চরিত্র বিনষ্ট হয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত কারণে ঘন ঘন জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়, সুন্দরবনের চ্যানেলে পোল্ডার স্থাপন, আবাদি জমিতে লবণ-পানি আটকে রেখে চিংড়ি চাষ সুন্দরবনের ধ্বংস ডেকে আনছে বলেও অভিযোগ তাদের। বক্তারা আরও বলেন, বনে পশু শিকার, গাছকাটা, প্রাণী বিলুপ্তি, চোরা শিকারিদের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর