‘বেপরোয়া গাড়ি চালানোয় কারও মৃত্যু দুর্ঘটনা নয়, হত্যা’

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক

‘বেপরোয়া গাড়ি চালানোয় কারও মৃত্যু দুর্ঘটনা নয়, হত্যা’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বেপরোয়া গাড়ি চালানোর কারণে যদি কারও মৃত্যু হয় আর তা প্রমাণিত হয় তাহলে প্যানাল কোড ৩০২ ধারায় চালকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দিতে বাধ্য থাকবেন আদালত। এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার জাতীয় প্রেস ক্লাবে ‘নিরাপদ সড়ক: আইনের প্রয়োগ ও জনসচেতনতা’ শীর্ষক এক গোলটেবিলে মন্ত্রী আরও বলেন, দুর্ঘটনা আর হত্যা কিন্তু এক নয়। সেটাই বুঝতে হবে।

প্রত্যেক আইনের মধ্যে এটা লেখা প্রয়োজন পড়ে না যে, হত্যার জন্য মৃত্যুদণ্ডাদেশ দিতে হবে।

‘এখন আমরা যদি এরকম কোনো সড়ক দুর্ঘটনা দেখি যে, চালক বেপরোয়া গাড়ি চালানোয় দুর্ঘটনা হয়েছে এবং কারও মৃত্যু হয়েছে। তাহলে প্যানাল কোডের ৩০২ ধারায় বিচার করতে তো কোনো বাধা নেই। কারণ সেটা হত্যা।

সেটা আর দুর্ঘটনার মধ্যে পড়ে না। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর