জাতিসংঘের সহকারী মহাসচিব এবং জাতিসংঘ প্রকল্প পরিষেবা অফিস (ইউএনওপিএস)-এর উপ-নির্বাহী পরিচালক ক্রিস্টিন দামকজায়ের দুইদিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন। ১১ থেকে ১২ ফেব্রুয়ারি তার এই সফরকালে জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং উন্নয়ন সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সরকার ও ইউএনওপিএসের মধ্যে সহযোগিতার ক্ষেত্র পর্যালোচনা এবং অন্যান্য সম্ভাব্য সহযোগিতার সুযোগ চিহ্নিত করাই এই সফরের মূল লক্ষ্য। দামকজায়ের স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন এবং টেকসই অবকাঠামোসহ ইউএনওপিএসের বিভিন্ন কার্যক্রম নিয়ে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিজেস অফ দ্য চেস্ট অ্যান্ড হসপিটাল (এনআইডিসিএইচ) পরিদর্শন করবেন, যেখানে গ্লোবাল ফান্ডের অর্থায়নে ইউএনওপিএস...
বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব
অনলাইন ডেস্ক

গাজীপুরে মোজাম্মেলের ঘনিষ্ঠ ৩ সহযোগী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলায় সহায়তাকারী ও মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আ.ক.ম মোজ্জামেল হকের ঘনিষ্ঠ আওয়ামী লীগের তিন নেতাকে অপারেশন ডেভিল হান্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ওই তিন নেতা হলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম তরুণ, মুক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুজ্জামান খান ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল গনি ভূঁইয়া। news24bd.tv/আইএএম
বইমেলার স্টলে হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার তীব্র নিন্দা
অনলাইন ডেস্ক

একুশে বইমেলায় এক বইয়ের স্টলে সংঘটিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা বাংলাদেশের নাগরিকদের অধিকার এবং দেশের আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে। এমন সহিংসতা আমাদের মহান সাংস্কৃতিক উৎসবের মুক্তমনা চেতনাকে বিশ্বাসঘাতকতা করে, যা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য জীবন দেওয়া ভাষা শহীদদের স্মরণে পালিত হয়। আজ একুশে বইমেলা লেখক ও পাঠকদের প্রতিদিনের মিলনমেলা। এতে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ ও বাংলা একাডেমিকে ঘটনাটি তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছে। পুলিশকে মেলায় নিরাপত্তা বাড়াতে এবং এ গুরুত্বপূর্ণ স্থানে যেন কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, সরকার সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকেও দেশের...
‘ফ্যাসিবাদ আমলের’ এমপি ফার্মগেট থেকে গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক এ তথ্য জানান। রেজাউল মল্লিক বলেন, হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলা রয়েছে। হবিগঞ্জের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আব্দুল মজিদ খান ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর