বাংলা ও গণিত বিষয় পাঠদানের সময় ৭৫ মিনিট নির্ধারণ, এক শিফট ব্যবস্থা, সমাপনী পরীক্ষার পরিবর্তন, শিক্ষা পরামর্শক পরিষদ সহ প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কারে আটটি সুপারিশ দিয়েছে পরামর্শক কমিটি। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরেন প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কার পরামর্শক কমিটির আহ্বায়ক ড. মনজুর আহমেদ। এদিন বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এতে ৮টি মূল বিষয়ের ওপর শতাধিক প্রধান ও আনুষঙ্গিক সুপারিশ প্রদান করা হয়েছে। এই সুপারিশগুলোর উদ্দেশ্য হলো, দেশের শিক্ষাব্যবস্থার মান উন্নয়ন ও শিশুদের শিখন দক্ষতা বৃদ্ধি করা। কমিটি দেশের ১১টি জেলার ১২টি উপজেলার সরেজমিন পরিদর্শন এবং বিভিন্ন অংশীগোষ্ঠীর সঙ্গে...
প্রাথমিক শিক্ষা সংস্কারে ৮ সুপারিশ
নিজস্ব প্রতিবেদক

৬৫৩১ প্রাথমিক শিক্ষক নিয়োগ পুনর্বিবেচনার জন্য আপিল
নিজস্ব প্রতিবেদক

ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬৫৩১ জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষ উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নের উদ্দেশ্যে গঠিত কনসালটেশন কমিটি আটটি বিষয়ে শতাধিক সুপারিশ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দেন হাইকোর্ট। এর পর থেকে এ সব শিক্ষকরা তাদের নিয়োগ পুনর্বিবেচনার জন্য আন্দোলন করছেন। গত ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম...
জাবির অবৈধ শিক্ষার্থীদের দ্রুত হল ছাড়ার নির্দেশ
অনলাইন ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে অবৈধ শিক্ষার্থীদের দ্রুত হল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এ বি এম আজিজুর রহমানের স্বাক্ষর অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কোনো হলে অবৈধ কোনো শিক্ষার্থী অবস্থান করতে পারবেন না। জাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই তাঁদের সবাইকে হল ছেড়ে দিতে হবে। এক হলের শিক্ষার্থী অন্য হলে অবস্থান করতে পারবে না; অর্থাৎ, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে স্ব স্ব বরাদ্দকৃত হলেই অবস্থান করতে হবে। আরও বলা হয়, হলের বিভিন্ন কক্ষে অবস্থানকারী শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর জন্য...
ঢাবিতে আহতদের সম্মানে ‘দ্য হিরোজ অব ঢাকা ইউনিভার্সিটি’ আয়োজন
নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজন করতে যাচ্ছে ‘The Heroes of Dhaka University’। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) রোজ সোমবার টিএসসিতে ৪টা ৩০ মিনিটে এ অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ (শিক্ষা), শ্রদ্ধেয় উপ-উপাচার্য ড. সায়েমা হক বিদিশা (প্রশাসন), কোষাধ্যক্ষ, প্রফেসর এম জাহাঙ্গীর আলম, প্রক্টর ড. সাইফুদ্দিন আহমেদ, উপদেষ্টা নাহিদ ইসলাম ও উপদেষ্টা আসিফ মাহমুদ। news24bd.tv/FA
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর