‘নেতানিয়াহুর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন’

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

‘নেতানিয়াহুর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নেতানিয়াহুর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। তিনি বলেছেন, নেতানিয়াহুর ফিলিস্তিন নিয়ে দেওয়া বক্তব্য দায়িত্বজ্ঞানহীন।

আবার নির্বাচিত হলে ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে যুক্ত করা হবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন বক্তব্যের উত্তরে এ কথা বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

রোববার টুইটারে দেওয়া এক পোস্টে চাভুসওগ্লু বলেন, নেতানিয়াহু ভোট পাওয়ার জন্য লোকজনকে এ ধরনের প্রতিশ্রুতির মাধ্যমে প্রলুব্ধ করছেন।

তিনি আরো বলেন, পশ্চিম তীর হচ্ছে ফিলিস্তিনি ভূখণ্ড যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরাইল দখল করেছে। কিন্তু নেতানিয়াহুর এই বক্তব্যে প্রকৃত সত্য বদলে যাবে না।

এর আগে নেতানিয়াহু বলেন, আগামী ৯ এপ্রিলের সাধারণ নির্বাচনে যদি তিনি আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন তাহলে তিনি পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে যুক্ত করে নিতে লজ্জাবোধ করবেন না। তার এ বক্তব্যের সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিনও।

নেতানিয়াহুর বক্তব্যের প্রতিবাদ না করায় তিনি পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর কড়া সমালোচনা করেন।

১৯৬৭ সালে ছয়দিনের আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইলিরা পশ্চিম তীর দখল করে নেয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর