ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে বিয়েবাড়িতে সংঘর্ষের মধ্যে পড়ে টেঁটার আঘাতে ময়না (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পত্তন ইউনিয়নের আতকাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ময়না ওই এলাকার ফারুক মিয়ার মেয়ে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, আতকাপাড়ায় হানিফ মিয়ার বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। সেখানে গানবাজনাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এ সময় পাশের বাড়ির শিশু ময়না ঝগড়া দেখতে গিয়ে টেঁটার আঘাতে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আরও পড়ুন নেপালে গেল আরও ৩৩৬ টন আলু ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা রয়েছে।...
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েবাড়ির ঝগড়া দেখতে গিয়ে টেঁটার আঘাতে শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক

অপারেশন ডেভিল হান্ট: রংপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গঙ্গাচড়া প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে খলেয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোত্তালেবুল হককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আনুমানিক রাত আটটায় খলেয়া ইউনিয়নের ভিন্নজগৎ বিনোদন কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মোত্তালেবুল হক হোসেন উপজেলার উত্তর খলেয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। সে গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সদস্যও। পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা, ভীতি সৃষ্টি, হত্যাচেষ্টাসহ নাশকতার অভিযোগে গত বছরের ৩১ আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়। ঐ মামলার এজাহার নামীয় আসামি তিনি। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে খলেয়া ইউপি চেয়ারম্যান মোত্তালেবুলকে আটক করা হয়েছে। প্রয়োজনীয়...
ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক
অনলাইন ডেস্ক

মানিকগঞ্জে শিবালয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গোবিন্দ চন্দ্র শীল নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শিবালয় থানা পুলিশ তাকে আটক করে। আটক শিক্ষক শিবালয় অক্সফোর্ড অ্যাকাডেমির ইংরেজি বিষয়ক শিক্ষক ও পার্শ্ববর্তী ঘিওর উপজেলার করোটিয়া শাহাপাড়া এলাকার শ্যামল চন্দ্র শীলের ছেলে। ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, গতকাল বুধবার দুপুরে টিফিনের সময় স্কুল ভবনের চার তলায় একা উঠারর সময় সিঁড়িতে গোবিন্দ স্যার পেছন থেকে জাপটে ধরে। এ সময় শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে আমাকে কুপ্রস্তাব দেয়। অনেক দৌড়ে পালিয়ে যাই। এরপর বিদ্যালয়ের বড় আপুদের সহযোগিতায় প্রধান শিক্ষকের কাছে বিচার দিলে স্যারেরা উল্টো বাসায় এ ঘটনা না জানানোর অনুরোধ করে ক্লাসে পাঠিয়ে দেন। আবার কয়েকজন স্যার আমাকে কটু কথা বলে। ভুক্তভোগীর বাবা...
একই লাইনে দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা
অনলাইন ডেস্ক

দিনাজপুরের পার্বতীপুরে একই লাইন লাইনে দুই ট্রেন ঢুকে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে চালকের দক্ষতায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে দুই ট্রেনে থাকা কয়েক হাজার ট্রেন যাত্রী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পার্বতীপুর স্টেশনের ৪ নং প্লাটফরমে এ ঘটনা ঘটে। জানা গেছে, পূর্ব থেকে স্টেশনের ৬ নম্বর লাইনে শানটিং করছিলো রামসাগর ট্রেন। সুইচ কেবিনের নির্দেশে সান্তাহার থেকে ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি একই লাইনে প্রবেশ করে। চালক আব্দুস সামাদের দক্ষতায় ট্রেনটি প্লাটফরমে প্রবেশের পর নিয়ন্ত্রনে আসে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় কয়েক হাজার যাত্রী। ট্রেনের পরিচালক বজলুল করিম বলেন, সুইচ কেবিনের নির্দেশে আমার ট্রেনটি ওই লাইনে প্রবেশ করে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে জানতে পার্বতীপুর স্টেশনের সিগন্যাল মাস্টার নুর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর