রামু সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

রামু সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজারের রামু সেনাবাহিনীর ১০পদাতিক ডিভিশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু শিবির। এ উপলক্ষে আজ সোমবার সকালে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ক্যাম্প উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মাঈন উল্লাহ চৌধুরী।

সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন এডিএমএস কর্নেল আব্দুল্লাহ আল মামুন এম পি এইচ এমফিল, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার  কত্থক দাশ ।

দরিদ্র ও অসহায় মানুষদের সেবা দিতেই সেনা বাহিনীর এমন উদ্যোগ বলে জানান তারা। পরে লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় ২৫০ জন চক্ষু রোগীকে  চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর