পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভবনে আগুন

ছবি সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভবনে আগুন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয়ের একটি অংশে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার ভবনটিতে আগুন লাগার পর সেখান অবস্থানরত কর্মকর্তারা সবাই বের হয়ে আসেন।

এক্সপ্রেস ট্রিবিউনের বরাত দিয়ে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আগুন লাগার সময় ওই ভবনেই অবস্থান করছিলেন ইমরান। যেখানে আগুন লাগে তার নিচের তলায় যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার সঙ্গে বৈঠক করছিলেন তিনি।

আগুন লাগার খবর পেয়েও ইমরান বৈঠক চালিয়ে গেছেন। তার আগে অন্য কর্মকর্তাদের ভবনটি থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি। অবশ্য এই আগুনে কেউ হতাহত হয়নি।

এদিকে জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সপ্তম তলায় প্রশাসনিক দপ্তরের একটি অংশে আগুন লাগে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রী কার্যালয়ের এক মুখপাত্র বলেন, শর্টসার্কিট থেকে সপ্তম তলায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে আসে ফায়ার ব্রিগেডের কর্মীরা এবং আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে কেউ হতাহত হয়নি।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর