আইসিটি আইন সংশোধন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাবনা নিয়ে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শুরু হয়েছে। শনিবার রাত ৮টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আইসিটি আইনে আওয়ামী লীগসহ মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্ট সংগঠন ও রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিধান অন্তর্ভুক্তের প্রস্তাব নিয়ে এই বৈঠকে আলোচনা হচ্ছে। শনিবার বিকেলে যশোরের কেশবপুর উপজেলার পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এর আগে শুক্রবার সরকার জানায়, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত দল ও সংগঠনের বিচারের পথ সুগম করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে সংশোধনী আনার পরিকল্পনা...
উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক চলছে
নিজস্ব প্রতিবেদক

‘এক ঘণ্টার মধ্যে আ.লীগ নিষিদ্ধ না হলে মার্চ টু যমুনা ঘোষণা’
নিজস্ব প্রতিবেদক

আগামী এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে মার্চ টু যমুনা ঘোষণা দেয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা কোনো রোডম্যাপ পাইনি। আর এক ঘণ্টার মধ্যে যদি কোনও ধরনের সুস্পষ্ট ঘোষণা না পাই, তাহলে আমরা মার্চ টু যমুনা ঘোষণা করবো। শনিবার (১০ মে) রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে গণজমায়েত থেকে হাসনাত বলেন, বাংলামোটর থেকে শাহবাগ দখল করা হবে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে অবস্থান করবো। সরকারকে এক ঘণ্টা আল্টিমেটাম। তিনি আরও বলেন, উপদেষ্টাদের স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কোনও গড়িমসি করবেন না। আমরা আপনাদের এখনও পর্যন্ত বিশ্বাস করি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলেন। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে বিক্ষোভ করছে...
বৈষম্য নিরসনে ১৬ দাবি জাতীয় শিক্ষক ফোরামের
নিজস্ব প্রতিবেদক

১৬ দাবি নিয়ে শিক্ষায় বৈষম্য নিরসনে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করার পাশাপাশি শিক্ষাব্যবস্থার মান উন্নয়নে ইসলামিক স্কলারদের সমন্বয়ে শিক্ষা সংস্কার কমিশন গঠন করার দাবি জানিয়েছেন জাতীয় শিক্ষক ফোরামের নেতারা। শনিবার (১০ মে) বিকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সেমিনারে ফোরামের নেতারা এসব দাবি তুলে ধরেন। জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান এর সভাপতিত্বে বক্তারা বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এ পর্যন্ত সাতটি শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। ১৯৭২ সালের কুদরতিকুদা শিক্ষা কমিশন থেকে শুরু করে ২০১০ সালে কবির চৌধুরী কমিশন পর্যন্ত কোন কমিশনই বিতর্কের ঊর্ধ্বে ছিল না। বিগত দিনে শাসক গোষ্ঠী শিক্ষাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে রেজিমকে পাকাপোক্ত করেছে। তারা বারও বলেন, সরকার বিতর্কিত নারী শিক্ষা কমিশন গঠনে যতটা আগ্রহী...
বৌদ্ধধর্মগুরুদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক

বৌদ্ধ পূর্নিমা উপলক্ষে আজ শনিবার (১০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ ও বৌদ্ধধর্মগুরুরা। এসময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনও উপস্থিত ছিলেন। news24bd.tv/SC
সর্বশেষ
সর্বাধিক পঠিত