ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোস্তফা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোগর-সেতাবগঞ্জ-দিনাজপুর সড়কে বৈরচুনা বাজারে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক আশরাফুল জানান, উপজেলার বৈরচুনা গ্রামের মোস্তফা ও ইসাহাক মোটরসাইকেল যোগে সেতাবগঞ্জ থেকে বৈরচুনার দিকে আসছিলেন। অপরদিকে একটি মাইক্রোবাস একই সড়কে সেতাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। বৈরচুনা বাজারে উভয় যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মোস্তফার ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হন চালক ইসাহাক। তাকে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।...
ঠাকুরগাঁওয়ে মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ঠাকুরগাঁও প্রতিনিধি

রাজবাড়ীতে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২২
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে দুই মাটি ব্যবসায়ীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বহরপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের পাল পাড়ায় এ ঘটনা ঘটে। এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৯ জনকে আটক করেছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তেতুলিয়া গ্রামের মৃত সুবোধ পালের ছেলে শুশীল পাল বহরপুর দরিপাড়া গ্রামের জুয়েল শেখের কাছে মাটি বিক্রি করে। তার ভাই শুশান্ত পাল গোহাইলবাড়ি গ্রামের সোহাগ মিয়ার কাছে মাটি বিক্রি করে। শনিবার সকালে জুয়েল ভেকুসহ তার ১০-১২ জন লোক নিয়ে মাটি কাটতে যায়। এসময় সোহাগের লোকজন মাটি কাটতে বাধা প্রদান করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এতে মারাত্মকভাবে...
ময়মনসিংহে ট্রাকচাপায় এএসআই নিহত
অনলাইন ডেস্ক

ময়মনসিংহের মুক্তাগাছায় ড্রাম ট্রাকচাপায় পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছার সত্রাসিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এএসআইয়ের নাম মো. রুস্তম আলী (৪০)। তিনি মুক্তাগাছা থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সড়াইল উপজেলার কালিকচ্চ গ্রামে। মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন বলেন, বিকেলে উপজেলার কুমারগাতা ইউনিয়নের মনতলা এলাকা থেকে মোটরসাইকেলে ফিরছিলেন এএসআই রুস্তম আলী। পথে সত্রাসিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।...
সিলেট বিভাগে জামায়াতের ১৯ প্রার্থীর নাম ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট বিভাগের ১৯ আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। গত বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর জামায়াতের অফিসে আয়োজিত এক সভা থেকে সিলেটের ৬, সুনামগঞ্জের ৫, হবিগঞ্জের ৪ ও মৌলভীবাজারের ৪টি আসনে প্রার্থী ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক এহসানুল মাহবুব জুবায়ের। সিলেট-১ আসনে প্রার্থী করা হয়েছে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরকে, সিলেট-২ আসনে অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট-৩ আসনে দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ, সিলেট-৪ আসনে জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, সিলেট-৫ আসনে জেলা নায়েবে আমির আনোয়ার হোসেন খান ও সিলেট-৬ আসনে ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনকে প্রার্থী করা হয়। সুনামগঞ্জ-১ আসনে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর