রাজশাহীতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবমৈত্রী নেতাসহ ৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ২৪ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছে রাজশাহী মহানগরীর ১৩ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বোয়ালিয়া এলাকার বাসিন্দা সুমন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী ও বাঘামারা উপজেলার বাসিন্দা আতিকুর রহমান, কাশিয়াডাঙ্গা থানা যুবমৈত্রীর আহবায়ক হাফিজুর রহমান সাগরসহ অনেকে। পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক, সরকারি স্থাপনায় হামলা, অগ্নিসংযোগসহ বিভিন্ন মামলা রয়েছে। news24bd.tv/TR
রাজশাহীতে 'অপারেশন ডেভিল হান্ট' অভিযানে আটক ৯
রাজশাহী প্রতিনিধি

নোয়াখালীতে ট্রাক চাপায় ভাই-বোনের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলার বৈকন্ঠপুর গ্রামে ট্রাক চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন মামাতো ফুফাতো ভাই-বোন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের ইসলামীয়া সড়কের বৈকন্ঠপুর বাজারের পশ্চিম পাশে ভূঞা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, একই ইউনিয়নের ন্যার্যার ভাঙতি গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে আসমা বেগম (৬) ও ফরিদাবাদ গ্রামের আবুল কালামের ছেলে মো.আরাফাত (৫)। তারা স্থানীয় কোয়ালিটি এডুকেশন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয়রা জানান, সকাল সোয়া ৮টার দিকে আবুল কালাম শ্বশুর বাড়িতে যায়। সেখান থেকে সাইকেল যোগে তার ছেলে আরাফাত ও শ্যালকের মেয়ে আসমাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। সাইকেলটি উপজেলার চরমটুয়া ইউনিয়নের ইসলামীয়া সড়কের বৈকন্ঠপুর বাজারের পশ্চিম পাশে ভূঞা বাড়ির দরজায় পৌঁছালে স্থানীয়...
আশুলিয়ায় শ্রমিক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক

সাভারের আশুলিয়ায় একই রশিতে গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন এক দম্পতি। তবে তারা কি কারণে আত্মহননের পথ বেছে নিয়েছেন, তা জানা যায়নি। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার জামগড়ার কাঁঠালতলা এলাকার আফাজ উদ্দিনের মালিকানাধীন ভাড়া বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। নিহতরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা থানার বড়ইতলা গ্রামের মোস্তফার ছেলে মো. শাওন ও একই জেলার পাথরঘাটা থানার জমাদ্দার বাড়ি গ্রামের শাহ-আলম মাতব্বরের মেয়ে হাফিজা। তারা দুজনেই আশুলিয়ার দি রোজ নামে একটি পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ৫ মাস ধরে আশুলিয়ার কাঁঠালতলা এলাকায় ভাড়া বাড়িতে থাকে শাওন-হাফিজা দম্পতি। তারা উভয়েই পোশাক কারখানায় কাজে সুবাদে সকালে কাজে বের হয়ে যায়। আজ রাতে কারখানার কাজ শেষ করে তারা বাসায় আসে। পরে রাতে তাদের ঝুলন্ত...
রাঙামাটিতে মুমূর্ষু অবস্থায় খাল থেকে হাতির শাবক উদ্ধার
রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলীতে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা একটি হাতির শাবক উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার বিকালে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের উগারী পাড়া চিতাখোলা এলাকায় ওই হাতির বাচ্চাকে পাওয়া যায় বলে বনবিভাগের রাইখালী রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান জানান। তিনি বলেন, কয়েকজন পথচারী হাতির শাবককে খালে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। এরপর আমাদের একটি দল শাবককে মুমূর্ষু অবস্থায় রাস্তার পাশের খাদ থেকে উদ্ধার করে। বনবিভাগের রাজবিলা রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন বলেন, হাতির বাচ্চাকে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছেন। তবে শাবক উদ্ধার করা হলেও মা হাতির জন্য ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। এই মধ্যে আমরা সিদ্ধান্ত নেব তাকে কোথায় রাখা যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র বলেন, রোববারে উঘারী পাড়া এলাকায় বুনো হাতি এসেছিল।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর