তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। জুলাই এখনো শেষ হয়নি। জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে আইনের ভিত্তিতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছি। সোমবার (১০ ফেব্রুয়ারি) জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাঁড়ালে দাঁড়িয়ে যাবে সমগ্র বাংলাদেশ। ঢাবিকে না বাঁচাতে পারলে বাংলাদেশকে বাঁচানো যাবে না। আমরা সামনের দিকে এগোবো ঠিকই, কিন্তু পেছনকে ভুলে যাবো না। বর্তমান প্রশাসনের কাছে অনুরোধ, অন্যায় অবিচার আক্রমণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যাতে পরবর্তীতে অন্য কোনো দল অন্যায়ভাবে অতাত করতে না পারে।...
আইনের ভিত্তিতেই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাচ্ছি: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিস্ট আ.লীগের প্রতিমন্ত্রী গ্রেপ্তার, লুকিয়ে ছিলেন ঢাকাতেই
অনলাইন ডেস্ক

পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। গত ৫ আগস্টের পর থেকে তিনি ঢাকাতেই লুকিয়ে ছিলেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একাধিক মামলার আসামি সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। রাজধানীর সোবহানবাগে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। news24bd.tv/MR
সেনাপ্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সৌদি রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল সেনা সদরে এসে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা বাংলাদেশ ও সৌদি আরবের সশস্ত্র বাহিনীর মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং দুই দেশের সামরিক সম্পৃক্ততা গভীর করার সুযোগ নিয়েও আলোচনা করেন। news24bd.tv/কেএইচআর
পুতুলের সূচনা ফাউন্ডেশনের কর সুবিধা বাতিল
অনলাইন ডেস্ক

ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে পুতুলের নেতৃত্বে গড়ে ওঠা প্রতিষ্ঠানটিতে দেওয়া অনুদানের বিপরীতে ব্যক্তি করদাতারা যে কর সুবিধা পেয়ে আসছিলেন সেটিও বাতিল করা হয়েছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত দুটি এসআরও বাতিল করেছে। মূলত ২০১৬ সাল থেকে প্রতিষ্ঠানটি এ সুবিধা পেয়ে আসছিল। স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০১৪ সালে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশন মানসিক ও স্নায়বিক প্রতিবন্ধিতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যা যুক্ত ব্যক্তিদের নিয়ে কাজ করে। পুতুল এটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ছিলেন। এর আগে গত ২৪ নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দিয়েছিল আর্থিক...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর