ম্যানসিটি অবশ্যই এবারের সিজনটি ভুলে যেতে চাইবে। কারণ পেপ গার্দিওলার শিষ্যরা ধারাবাহিকভাবে হতাশ করে আসছে। এবার তৃতীয় স্তরের দলের বিপক্ষেও হারের আতঙ্ক নিয়ে পার করতে হচ্ছে অর্ধেকের বেশি সময়। আজ শনিবার এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে লেইটন অরিয়েন্ট নামের এক দুর্বল দলের বিপক্ষে ৫৫ মিনিট পিছিয়ে ছিলো সিটি। অবশ্য শেষ পর্যন্ত অঘটনের শিকার হতে হয়নি বর্তমান লিগ চ্যাম্পিয়নদের। আবদুকোদির খুসানভ ও কেভিন ডি ব্রুইনার গোলে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছেড়েছে সিটি। লেইটনের মাঠ ব্রিসবেন রোডে শুরু থেকেই বলের দখল ছিল সিটির কাছে। কিন্তু আক্রমণগুলোকে পরিণতি দিতে পারছিলো না তারা। এর মধ্যে ১৬ মিনিটে অবিশ্বাস্য এক গোলে পিছিয়ে পড়ে ইতিহাদের ক্লাবটি। আরও পড়ুন আজ রাতে মাদ্রিদ ডার্বি, সাদা-লাল শিবিরের মধ্যে কারা এগিয়ে? ০৮ ফেব্রুয়ারি, ২০২৫ প্রায় ৪৫ গজ...
দুর্বল দলের সঙ্গেও কষ্টের জয় ম্যানসিটির
অনলাইন ডেস্ক

রিয়ালের নতুন চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান ব্রাজিলিয়ান তারকার!
অনলাইন ডেস্ক

২০২৭ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়াস জুনিয়ারের চুক্তি আছে। এখনো সামনে আড়াই বছর থাকলেও লস ব্লাঙ্কোসরা ভিনিকে নতুন করে চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছে। ওই প্রস্তাব নাকি রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা প্রত্যাখ্যান করেছেন। সংবাদ মাধ্যম রেলেভো আরও জানিয়েছে, দুই সপ্তাহ আগে ভিনির সঙ্গে বৈঠকে বসেছিল রিয়াল বোর্ড। কিন্তু দুই পক্ষ কোন সিদ্ধান্তে আসতে পারেনি। কারণ হিসেবে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ভিনিকে কম বেতনে চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। তিনি বর্তমানে লস ব্লাঙ্কোসদের থেকে ১৫ মিলিয়ন ইউরো বেতন পান। তার চেয়ে ডেভিড আলাবার বেতন ২ মিলিয়ন বেশি। এসব কারণেই দুই পক্ষ সমঝোতায় আসতে পারেনি বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি। ভিনির সঙ্গে চুক্তি নবায়নে রিয়ালের তোড় জোড় করার কারণ আছে। ১ বিলিয়ন ইউরো রিলিজ ক্লজ থাকা ভিনির জন্য সৌদি...
আজ রাতে মাদ্রিদ ডার্বি, সাদা-লাল শিবিরের মধ্যে কারা এগিয়ে?
অনলাইন ডেস্ক

আজ রাতে স্পেনের রাজধানী মাদ্রিদে রোহ আর ব্লাঙ্কোস অর্থাৎ লাল আর সাদা এই দুই শিবির একে অপরের মুখোমুখি হবে। ডার্বিতে মুখোমুখি দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের মাঠের লড়াইটাও জমজমাট হবে এমনটা আশা করা হচ্ছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার এই মহারণ শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়। এদিকে পরিসংখ্যান ও দলীয় শক্তিতে এই ম্যাচে ফেভারিট ধরা যেতেই পারে রিয়ালকে। কিন্তু এখানে আছে বড় একটি বাঁধা। ইনজুরি সমস্যায় জর্জরিত রিয়াল শিবির। চোটের কারণে সবশেষ ম্যাচে এমবাপ্পে, বেলিংহ্যাম, কামাভিঙ্গা ও অ্যান্টনিও রুডিগারকে পায়নি লস ব্লাঙ্কোসরা। মাদ্রিদ ডার্বিতে রিয়াল স্কোয়াডে এমবাপ্পে বেলিংহ্যাম ফিরলেও রুডিগারের সার্ভিস মিস করবে গ্যালাকটিকোরা। রুডিগারের চোটে রিয়াল...
বদলে গেল বাংলাদেশের কাবাডির প্রতিপক্ষ
অনলাইন ডেস্ক

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অ্যাডহক কমিটি হোমে টেস্ট সিরিজ আয়োজন করছে। যে কারণে পাঁচটি ম্যাচ খেলতে আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকা আসবে নেপাল জাতীয় দল। আর ২৮ ফেব্রুয়ারি তারা এই দেশ ত্যাগ করবে। বাংলাদেশ কাবাডি ফেডারেশন শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিল। লঙ্কান কাবাডি ফেডারেশন ফেব্রুয়ারিতে খেলতে অপারগতা প্রকাশ করায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন নেপালের সঙ্গে যোগাযোগ করে। নেপাল ফেব্রুয়ারিতেই আসতে রাজি হয়েছে। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেছেন, শ্রীলঙ্কা কাবাডি ফেডারেশনের অধিকাংশ খেলোয়াড় সার্ভিসেস সংস্থার। এই সময়ে তাদের আসা খানিকটা কষ্টকর হওয়ায় তারা এপ্রিলে আসার ইচ্ছে প্রকাশ করেছেন। নেপাল পুরুষ দল ঢাকায় আসছে ফেব্রুয়ারিতে আর আমাদের নারী দলকে নেপালে গিয়ে খেলার আমন্ত্রণ জানিয়েছে। কাবাডি স্টেডিয়ামে রাষ্ট্রীয়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর