সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনায় প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। একইসঙ্গে সংশ্লিষ্টদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার (১৪ মে) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী তার গৌরবময় ঐতিহ্য দীর্ঘদিনের পেশাদারিত্ব, নিরলস পরিশ্রম এবং শৃঙ্খলার মাধ্যমে অর্জন করেছে। এই বাহিনীর প্রতিটি সদস্যের প্রশ্নাতীত আনুগত্য, সততা ও আত্মত্যাগই আজকের এই সাফল্যের মূল ভিত্তি। সামরিক শৃঙ্খলা একটি পেশাদার সেনাবাহিনীর মূল চালিকাশক্তি। সামরিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সেনা আইন অনুযায়ী যথাযোগ্য পুরস্কার ও শাস্তি প্রদানের বিধান রয়েছে। সম্প্রতি কয়েকজন সাবেক সেনাসদস্যের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে শাস্তি সংক্রান্ত সিদ্ধান্ত...
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনার প্রতিশ্রুতি সেনাবাহিনীর
নিজস্ব প্রতিবেদক

সিলেট থেকে উড়াল দিলো প্রথম হজ ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক

পুণ্যভূমি সিলেট থেকে পবিত্র নগরী মদিনার উদ্দেশে হজের প্রথম ফ্লাইট যাত্রা শুরু করেছে। বাংলাদেশ বিমানের বিজি-২৩৭ ফ্লাইট ৪০৮ জন হজযাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে। আজ বুধবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টায় এই ফ্লাইটের উদ্বোধন করেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বিমান) মো. সফিউল আলম। এ বছর সিলেট থেকে মোট পাঁচটি সরাসরি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে আজকের ফ্লাইটটি ছিল প্রথম। বাকি ৪টি ফ্লাইট যথাক্রমে ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। সিলেটের হজযাত্রীরা এবারের ফ্লাইটের সার্বিক ব্যবস্থাপনায় বেশ সন্তুষ্ট এবং তারা ভবিষ্যতে সিলেট থেকে সরাসরি ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন। এবার সিলেট থেকে মোট দুই হাজার ৭০০ জন হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন, এর মধ্যে দুই হাজার ৯০ জন সিলেট থেকে সরাসরি...
শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার
অনলাইন ডেস্ক

শিক্ষার্থীদের নতুন এক বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণদানকালে তিনি বলেন, আমরা আমাদের কাঙ্ক্ষিত নতুন কিছু গড়ার সক্ষমতা রাখি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠান হয়। সমাবর্তন ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, আমরা চাইলে আমাদের মতো করে এক নতুন বিশ্ব গড়ে তুলতে পারি। তবে, তিনি বলেন, প্রত্যেকেরই স্বপ্ন থাকা দরকার- কেমন পরিবেশ ও সমাজ তারা প্রতিষ্ঠা করতে চায় সেই সম্পর্কে। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পটভূমি স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমানে যে সভ্যতা চলছে তা একটি ধ্বংসাত্মক অর্থনীতির সভ্যতা। তিনি বলেন, আমরা যে অর্থনীতি তৈরি করেছি তা মানুষের জন্য নয়, বরং ব্যবসার জন্য। তিনি উল্লেখ করেন, ব্যবসাকেন্দ্রিক এই সভ্যতা...
পিতামাতা-পূর্বপুরুষদের কবর জিয়ারত করলেন ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বুধবার (১৪ মে) চট্টগ্রামের বাথুয়াতে পারিবারিক কবরস্থানে তার পিতামাতা ও পূর্বপুরুষদের কবর জিয়ারত এবং নামাজ আদায় করেছেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক ভেরিফায়েড পেজে এ কথা জানান। দেড়যুগ পর গ্রামের বাড়িতে গেলেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় ড. মুহাম্মদ ইউনূস এলাকাবাসীর সঙ্গে কুশলাদি বিনিময় করেন। news24bd.tv/আইএএম
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর