সিরাজের ৭ দিন, অপর দুজন ৫ দিনের রিমান্ডে 

অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী রাফি ও অধ্যক্ষ সিরাজ উদৌলা

সিরাজের ৭ দিন, অপর দুজন ৫ দিনের রিমান্ডে 

নজির আহম্মদ রতন, ফেনী প্রতিনিধি

মাদরাসা ছাত্রী রাফিকে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান আসামি সোনাগাজী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদৌলাকে সাত দিনের এবং অপর দুই আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অপর দুই আসামি হলেন- মাদ্রাসার ইংরেজী প্রভাষক আফছার উদ্দিন ও শিক্ষাথী আরিফুর রহমান।

ফেনী জেলা জজ আদালতের সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহমেদের আদালতে তিন আসামির সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন। পরে আদালত উপরোক্ত রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত কাল ৯ এপ্রিল একই আদালত অপরাপর আসামি কেফায়েত উল্লাহ্, নুর হোসেন, মো. আলা উদ্দিন ও সাহেদুল ইসলামের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে এজাহার ভুক্ত আসামি যোবায়ের আহমেদকে গতকাল রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। আটক করেছে নুসরাতের সহপাঠি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদৌলার ভাগনী পপিকেও।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর