বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামী মে মাসের আগেই শ্রম সংস্কার কমিশনের সব প্রস্তাবনা বাস্তবায়ন করতে হবে। বৃহস্পতিবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, শ্রমজীবীরা ঐক্যবদ্ধ না থাকায় বঞ্চনার শিকার হচ্ছেন। আপনাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। শ্রমিকদের লড়াইয়ের মাধ্যমে অধিকার আদায় করে নিতে হবে। বিএনপি শ্রমিকদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, শ্রম সংস্কার কমিশন থেকে যে প্রস্তাব দিয়েছে, তা আগামী মে দিবসের আগে আইন করে বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।...
‘আগামী মে দিবসের আগেই শ্রম সংস্কারের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন চাই’
নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মোকাবেলার আহ্বান গয়েশ্বরের
নিজস্ব প্রতিবেদক

বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে নির্বাচনই একমাত্র পথএমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র মানেই গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের আয়োজিত মে দিবসের সমাবেশে তিনি এ কথা বলেন। গয়েশ্বর বলেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও গণতন্ত্র এখনো আলোর মুখ দেখেনি। গণতন্ত্র এখনো চোরাবালিতে। এই গণতন্ত্রকে উদ্ধার করতে হলে দেশের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি সরকারকে আহ্বান জানান, বিএনপির সঙ্গে প্রতিযোগিতা করতে চাইলে তা হোক নির্বাচনের মাঠে। আরাকান চুক্তি প্রকাশের দাবি সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় সরকারের সঙ্গে মিয়ানমারের আরাকান রাজ্য সম্পর্কিত চুক্তির প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, সরকার আরাকানের...
মানবিক করিডরের বিষয়ে সিদ্ধান্ত নেবে ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক

সবার আগে বাংলাদেশকে বিবেচনায় রাখতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মিয়ানমারের রাখাইনে বাংলাদেশ মানবিক করিডর দেবে কি না সেই সিদ্ধান্ত আসতে হবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে। বিদেশিদের স্বার্থ নয়, সবার আগে নিশ্চিত করতে হবে বাংলাদেশের স্বার্থ। বৃহস্পতিবার (১ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত বিএনপির শ্রমিক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আরও বলেন, শ্রমজীবী-কর্মজীবী মানুষই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রাণ। তাদের বঞ্চিত রেখে গঠন করা সম্ভব নয় মানবিক বাংলাদেশ। বিএনপির শীর্ষ এ নেতা বলেন, বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার অবৈধ নয়,...
আগামী নির্বাচনেই প্রবাসী শ্রমিকদের ভোটাধিকারকে স্বীকৃতি দিতে হবে: হাসনাত
নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘দেশে শ্রমিক দিবস কেবলই কাগজে-কলমে আছে, কিন্তু প্রতিষ্ঠিত নয়।’ বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি বলেন, ‘ক্ষমতায় যেই আসুক, মাথায় রাখতে হবে—নাগরিককে যা দেন তা দয়া নয়, এটা দায়িত্ব।’ শ্রমিকদের প্রাপ্য অধিকার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করবো শ্রমিক যেনো তার প্রাপ্য সুযোগ-সুবিধা পায়।’ প্রবাসী শ্রমিকদের ভোটাধিকার প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ক্ষমতা নির্ধারণে পরবর্তী নির্বাচনে যাতে তাদের ভোটের মূল্যায়ন হয়, তা নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনেই প্রবাসী শ্রমিকদের ভোটাধিকারকে স্বীকৃতি দিতে হবে।’
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর