ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বুধবার (১২ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তার আগে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুদিনের সফরে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। রওনা হওয়ার আগে এক বিবৃতিতে মোদি জানিয়েছেন, ট্রাম্পের আমন্ত্রণে ফ্রান্স থেকে দুদিনের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছি। বন্ধু ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার জন্য আমি মুখিয়ে রয়েছি। তার এই সফর দুই দেশের মধ্যে বোঝাপড়া বৃদ্ধির সুযোগ এনে দেবে বলে আশাবাদ ব্যক্ত করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম পর্বের কথা উল্লেখ করে মোদি জানান, দুই দেশের সমঝোতা আরও গভীর হবে। সেই সূত্রেই তিনি প্রযুক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা, শক্তি এবং সরবরাহ শৃঙ্খল এই পাঁচ ক্ষেত্রের কথা উল্লেখ করেন। এদিকে, ট্রাম্পের সঙ্গে বৈঠকে উত্থাপিত হতে চলা পাঁচ বিষয়ের কথা মোদি জানালেও, অবৈধ অভিবাসী...
দেশ ছাড়লেন মোদি, বললেন বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি!
অনলাইন ডেস্ক

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১০ মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক

লিবিয়ার আল জাবিয়া শহরের উপকূলে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাটিতে কয়েকজন পাকিস্তানি নাগরিকসহ ৬৫ জন অভিবাসনপ্রত্যাশী ছিল। এর মধ্যে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম লিবিয়া রিভিউ ও পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। লিবিয়া রিভিউয়ের এক প্রতিবেদন মতে, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) লিবিয়ার আল জাবিয়া শহরের মারসা দেলা বন্দরের কাছে নৌকাটি ডুবে যায়। দাতব্য সংস্থা রেড ক্রিসেন্ট দশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে। ওইদিন এক বিবৃতিতে মানবিক সংস্থাটি জানায়, জাবিয়া নিরাপত্তা অধিদফতর ও লিবিয়ার কোস্টগার্ডের এক অনুরোধে সাড়া দিয়ে তাদের একটি উদ্ধারকারী দল দশটি মৃতদেহ উদ্ধার করে। ঘটনার তিনদিন পর সোমবার (১০ ফেব্রুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নৌকাডুবির খবর নিশ্চিত করেছে। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানায়, পররাষ্ট্র...
এবার টিউলিপের অর্থপাচারের তদন্তে নেমেছে ১২ দেশ: সানডে টাইমস
অনলাইন ডেস্ক

এবার টিউলিপের অর্থপাচারের তদন্তে নেমেছে ১২ দেশ। ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসে এমনই এক খবর প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা অর্থপাচারের অভিযোগে অন্তত ১২টি দেশে তদন্ত হচ্ছে। সেখানে বলা হয়, দুদকের প্রাথমিক প্রতিবেদনে কেবল যুক্তরাজ্যেই নয় অন্যান্য দেশেও অর্থ পাচার করা হয়েছে বলে উঠে এসেছে। এক্ষেত্রে পারস্পরিক আইনি সহায়তা চেয়ে বিভিন্ন দেশে তথ্য ও প্রমাণ সংগ্রহের জন্য অনুরোধ পাঠিয়েছে দুদক। এর আগে, জানুয়ারির শেষে ঢাকায় কয়েক দিন অবস্থান করে দুদকের তদন্তে সহায়তা করেছেন ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএর কর্মকর্তারা। দুর্নীতির অভিযোগে দেশ-বিদেশের সমালোচনার মুখে পড়েন টিউলিপ সিদ্দিক। পরে ১৪ জানুয়ারি ব্রিটিশ মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ ছাড়েন...
ফিলিস্তিনি অন্তঃসত্ত্বাকে গুলি করে মারল ইসরায়েলি সৈন্য
অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। অধিকৃত ভূখণ্ডটির নূর-শামস শরণার্থী শিবিরে ইহুদি বাহিনীর অভিযান চলাকালে ওই নারী প্রাণ হারান। হামলায় নিহত ওই নারীর গর্ভের সন্তানেরও মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, নিহত ওই নারীর নাম সুন্দুস জামাল শালাবি (২৩)। হামলার পর ওই নারীর গর্ভের সন্তানকে বাঁচানোর চেষ্টা করা হলেও স্বাস্থ্য কর্মকর্তারা সফল হতে পারেনি। মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সৈন্যরা আহতদের হাসপাতালে নিতে বাধা দেওয়ায় সন্তানটিকে বাঁচাতে ব্যর্থ হয়েছে মেডিকেল টিম। হামলায় ওই...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর