রাজধানীর শ্যামপুরে একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে শ্যামপুরে একটি পুরাতন স্যান্ডেল রিসাইক্লিং কারখানায় আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। তিনি জানান, ভোর ৫টা ৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে, এরপর আরও ৬টি ইউনিট যুক্ত হয়। টানা দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডে কারখানার সব কাঁচামাল পুড়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।...
শ্যামপুরে জুতার কারখানায় আগুন
অনলাইন ডেস্ক

রাজধানীতে বাসের ধাক্কায় আহত দুই মিসরীয় নারী
অনলাইন ডেস্ক

রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলের পাশের সড়কে বাসের ধাক্কায় দুই মিসরীয় নারী আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ইন্টার কন্টিনেন্টালের পাশের সড়ক পার হওয়ার সময় শিকড় পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। তবে আঘাত গুরুতর না হওয়ায় চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়। রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুল ইসলাম জানান, হোটেল ইন্টার কন্টিনেন্টাল থেকে হাঁটতে বের হলে ওই দুই বিদেশি নাগরিক দুর্ঘটনার শিকার হন। পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলেও এখনো বিস্তারিত তথ্য নিশ্চিত করা যায়নি। news24bd.tv/DHL
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
অনলাইন ডেস্ক

ঢাকা যানজটের শহর। নগরবাসীকে যানজট থেকে কিছুটা স্বস্তি দিতে সপ্তাহে একদিন একেক এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ রাখা হয়। এ বিষয়ে আগে থেকে না জেনে গিয়ে দেখলেন মার্কেট বন্ধ রয়েছে। এমন অবস্থায় মেজাজ ও মন দুটোই খারাপ হওয়া স্বাভাবিক। আসুন জেনে নিই মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীতে বন্ধ থাকছে কোন কোন এলাকার মার্কেট ও দোকানগুলো। বন্ধ থাকবে যেসব মার্কেট: বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, আনাম র্যাংগস প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট ও অর্কিড প্লাজা। যেসব এলাকার দোকানপাট বন্ধ:...
আমরা জনগণের পুলিশ, ব্রিটিশ পুলিশ নই: ডিএমপি কমিশনার
অনলাইন ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আমরা ব্রিটিশ পুলিশ নই, আমরা জনগণের পুলিশ। তাই যেকোনো জরুরি পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষায় ন্যূনতম শক্তি প্রয়োগের বিভিন্ন কলাকৌশল আমাদের রপ্ত করতে হবে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। এ সময় তিনি প্রশিক্ষণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ ছাড়া প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশিক্ষণ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)- এর বিভিন্ন ইউনিটের ১৫০ জন পুলিশ সদস্যের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর