দেশের চলমান পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওই এলাকায় ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল থেকে এ ব্যবস্থা নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি বলেন, সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওই এলাকায় ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, সুপ্রিম কোর্টের ভেতর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য রয়েছে। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে।...
সুপ্রিম কোর্টের অতিরিক্ত নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক

৬ জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, যতদিন থাকতে পারে
অনলাইন ডেস্ক

৬ জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আগামীকাল রোববার (৯ ফেব্রুয়ারি) পর্যন্ত এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কমেছে সারাদেশে। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, মৌলভীবাজার এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আগামীকালও অব্যাহত থাকতে পারে। এদিন উত্তরাঞ্চলসহ সারাদেশে শীতের অনুভূতি বেশি থাকতে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, এই ধাপের পর চলতি মৌসুমে নতুন করে শৈত্যপ্রবাহের সম্ভাবনা খুবই কম। হলেও বিচ্ছিন্নভাবে পাবনা বা উত্তরাঞ্চলের কোথাও কোথাও তা হতে পারে। এছাড়া আগামী ১০ তারিখের পর থেকে ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাবে। গত এক সাপ্তাহের তুলনায় এই দুইদিন শীতের ভাব বেশি থাকবে। আরও পড়ুন হোটেল রুমে গোপন...
অপপ্রচার চালিয়ে ড. ইউনূসকে জঙ্গি লিডার প্রমাণে ভারতের মিলিয়ন ডলার খরচ
নিজস্ব প্রতিবেদক

অপপ্রচার করে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে জঙ্গি লিডার প্রমাণ করতে ভারত মিলিয়ন ডলার খরচ করছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন,এতে জড়িত রয়েছে ভারতীয় মিডিয়া। তারা এটা প্রমাণে বড় ধরনের একটা ন্যারেটিভ তৈরি করেছে। তবে প্রফেসর ইউনুস জনগণের সাথে আছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দ্রোহের গ্রাফিতি চব্বিশের গণ অভ্যুত্থানের প্রকাশনা উৎসবে বক্তব্যকালে এসব বলেন শফিকুল আলম। তিনি আরও বলেন, সারা বাংলাদেশ এখন গ্রাফিতি আর্টের বাংলাদেশ। বিগত সরকার যে সুইসাইডাল ইকোনেমি তৈরি করেছিলো সেটা এখন ঘুরে দাঁড়িয়েছে। গ্রাফিতির মাধ্যমে নতুন বাংলাদেশকে চিনছে বিশ্ব। প্রেস সচিব বলেন, পরিকল্পিতভাবে আওয়ামী লীগ বিদেশিদের কাছে দেশের বদনাম করছে। এ বিষয়ে প্রফেসর ইউনূস সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। আমরা প্রতিটি দেয়ালে দেয়ালে বিগত সরকারের অত্যাচারের খবর প্রচার...
সমন্বয়কদের নিয়ে ভোটার দিবস উদযাপন করবে নির্বাচন কমিশন
অনলাইন ডেস্ক

জাতীয় ভোটার দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের মধ্য থেকে ১০ জন প্রতিনিধি নির্বাচন কমিশনের (ইসি) আয়োজনে যুক্ত থাকবেন। আগামী ২ মার্চ দেশব্যাপী র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার দিবস উদযাপন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। কমিটির সভাপতি ও নির্বাচন ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামানের সই করা প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় আলোচনা সভা নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে। সেখানে বৈষম্যবিরোধী আন্দোলনের ১০ প্রতিনিধি ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং সুশীল সমাজের পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হবে। ভোটার দিবস উপলক্ষে নাগরিকদের ভোটার হওয়ার প্রতি উৎসাহিত করতে বিশেষ প্রচার কার্যক্রম পরিচালনা করবে নির্বাচন কমিশন। এছাড়া, জাতীয় ভোটার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর