ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আগুন লেগে শিশুসহ অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকায় আমজাদ ব্যাপারীর আবাসিক ভবনে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। দগ্ধ ব্যক্তিরা হলেন- সূর্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল রানা (৩৮), সুমন মিয়া (৩০), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) ও সুরাহা (৩)। স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া সুমন মিয়া তার পরিবার নিয়ে বসবাস করেন। শুক্রবার রাতে তার ভাই সোহেল রানা পরিবারসহ বেড়াতে আসেন। শবে...
আশুলিয়ায় আগুন লেগে শিশুসহ ১১ জন দগ্ধ
অনলাইন ডেস্ক

বিশ্ব ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু
অনলাইন ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে চলমান বিশ্ব ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে এই তথ্য নিশ্চিত করেন বিশ্ব ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম। মারা যাওয়া দুই মুসল্লি হলেনবগুড়ার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের নাজমুল হোসেন (৭৫) এবং শরীয়তপুরের নড়িয়া থানার মোহাম্মদ আব্দুল আজিজ শেখ (৬০)। মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, শুক্রবার রাতে ইজতেমা ময়দানের ৭২ নম্বর খিত্তায় শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন নাজমুল হোসেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই রাতে সাড়ে ১০টার দিকে মোহাম্মদ আব্দুল আজিজ শেখ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকেও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে বিশ্ব ইজতেমায় তিনজন...
আমির হোসেন আমুর সহকারী কালাম গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা ডিবি পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন বলেন, আবুল কালাম রাজাপুর থানায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। এর আগে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তার হওয়া আবুল কালাম আজাদ (৪০) রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের মৃত হারুন তালুকদারের ছেলে। জানা গেছে, আমির হোসেন আমুর সহকারী হিসেবে কাজ করতেন আবুল কালাম আজাদ। পরে তিনি আমুর প্রভাব খাটিয়ে অবৈধভাবে কোটিপতি বনে গেছেন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি এলাকা থেকে পলাতক ছিলেন।...
কুয়াকাটার একটি লাক্ষা মাছ সাড়ে ১৭ হাজার টাকায় বিক্রি
অনলাইন ডেস্ক

১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে পটুয়াখালীর কুয়াকাটার একটি লাক্ষা মাছ। ১০ কেজি লাক্ষা মাছটি চাপলিবাজার সংলগ্ন ধোলাই মার্কেটের রবিউল ফিস থেকে কুয়াকাটার মেসার্স হাসান ফিস অ্যান্ড ফ্রিজারের স্বত্বাধিকারী মো. হাসান ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ১৬ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে তিনি ১ হাজার ৭৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেন। স্থানীয় মাছ ব্যবসায়ী রেজাউল করিম জানান, এত বড় লাক্ষা সচরাচর দেখা যায় না। এই মাছের স্বাদ অসাধারণ এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এর চাহিদা বেশ ভালো। মাছটি দেখার জন্য বাজারে অনেক মানুষ ভিড় জমায়। মমিনুল ইসলাম নামে একটি জেলে এই মাছটি ধরেছেন। তিনি জানান, ছোট-বড় বিভিন্ন মাছ ধরতে সাগরে বেড়জাল ফেলি। জাল তুলতে গিয়ে দেখি বড় লাক্ষা মাছটি ধরা পড়েছে। এর বাজারমূল্য বেশি হওয়ায় আমরা খুবই আনন্দিত। এদিকে আড়ত ব্যবসায়ী মো. হাসান বলেন, এত বড় লাক্ষা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর