এবার অভিনেত্রী মিমি চক্রবর্তী আসছেন ডাইনি হয়ে! গত বছরের মাঝামাঝিতে খবরটা এসেছিল। তবে মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) অভিনেত্রীর জন্মদিনে প্রকাশ্যে এলো ডাইনি মিমির ফার্স্ট লুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী লিখলেন, লুকিং ফরওয়ার্ড। অর্থাৎ এই সিরিজ দেখার জন্য মুখিয়ে আছেন তিনি। শুভশ্রীর সেই পোস্টে পাল্টা উত্তর দিয়েছেন মিমিও। অভিনেত্রীকে ভালোবাসার ইমোজি শেয়ার দিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন তিনি। মিমির নতুন এই সিরিজের পরিচালক নির্ঝর মিত্র। যেখানে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী শ্রুতি দাসও। আগামী ১৪ মার্চ ওটিটি প্লার্টফর্মে মুক্তি পাবে সিরিজটি। এদিকে নিজের জন্মদিন বন্ধুদের সঙ্গেই পালন করছেন মিমি। রাত বারোটা বাজতেই কেক নিয়ে হাজির তার কাছের মানুষেরা। যদিও বছর খানেক আগে ইন্ডাস্ট্রি উত্তাল হয়েছিল রাজ-শুভশ্রী-মিমির ত্রিকোণ প্রেমের কাহিনীতে। জল...
‘ডাইনি’ হয়ে আসছেন মিমি চক্রবর্তী

স্বামীকে থাপ্পড়-জুতা মেরেও একত্রে থাকার সিদ্ধান্ত!
অনলাইন ডেস্ক

জনপ্রিয় তারকা জুটি অঙ্কিতা লোখাণ্ডে ও তার স্বামী ভিকি জৈনের মধ্যে গত বছর বিগ বস্ ১৭-এর ঘরে থাকাকালীন অশান্তি লেগেই থাকত। ভিকিকে প্রকাশ্যে অপমান করা থেকে তার চরিত্রে কাদা ছেটানো কিছুই বাদ রাখেননি অঙ্কিতা। অপর দিকে অভিনেত্রীর স্বামীও পিছিয়ে থাকেননি। তিনিও অঙ্কিতার উদ্দেশে কটূক্তি করে গেছেন। প্রকাশ্যে স্ত্রীকে অপমানও করেছেন। সে সময় ভিকির বিরুদ্ধে এমন অভিযোগও ওঠে, তিনি নাকি অভিনেত্রীকে থাপ্পড় মারতে উদ্যত হয়েছিলেন। যদিও বিগ বস্-এর ঘরের খেলা শেষ হয়েছে। প্রতিযোগিতায় একে অন্যকে আক্রমণ করে কথা বললেও বাস্তব জীবনে আবারও স্বামী-স্ত্রী হিসেবেই ফিরেছেন তারা। আরও পড়ুন ভিখারিনীর ছেঁড়া বালিশের তলায় লাখ লাখ টাকা! ১১ ফেব্রুয়ারি, ২০২৫ কিন্তু এই মুহূর্তে নতুন এক রিয়্যালিটি শোতে দেখা যাচ্ছে তাদের। এখানেও জুটি হিসেবেই হাজির হয়েছেন তারা।...
ভাইয়ের সমান সম্পত্তি পেলেন রুনা খান
অনলাইন ডেস্ক

সম্প্রতি জমি সংক্রান্ত বিবাদের জেরে চিত্রনায়িকা পপি ও তাঁর পরিবারকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এরই মধ্যে সামনে এলো অভিনেত্রী রুনা খানের বাবার সম্পত্তি বণ্টনের বিষয়। তবে এখানে দ্বন্দ্ব নয়, সঠিকভাবে রুনা খানের বাবার সম্পত্তি ভাগ করেছেন তাঁর ভাই তুহিন। বিষয়টি সামাজিক মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী রুনা খান নিজেই। ফেসবুক স্ট্যাটাসে রুনা খান জানান, তার বাবার ২৫ কাঠার একটি জমি ছিল। সেই জমি বিক্রির টাকা তাঁর ভাই তাঁকে বুঝিয়ে দিয়েছে। রুনা লিখেছেন, তুহিন বয়সে আমার দেড় বছরের ছোট, কিন্তু পড়াশুনায় ৫ বছর পেছনে। আম্মা-আব্বু আমাকে ৫ বছর বয়সে প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে সরাসরি ক্লাস টু-তে ভর্তি করান। আর তাঁকে ৫ বছরে প্লে-গ্রুপ থেকে ক্লাস-টু উঠতে উঠতে তার বয়স ১০। এরপর অভিনেত্রী লেখেন, তিনি যখন ইডেনে অনার্সে ভর্তি হন তখন তার ভাই ৯ম শ্রেণিতে পড়েন।...
‘আমি পরীর যোগ্য— কথাটি চ্যাটজিপিটি থেকে পেয়েছি’
অনলাইন ডেস্ক

ঢালিউড চিত্রনায়িকা পরীমনি নাকি ডানাকাটা পরী, কার প্রেমে মগ্ন তরুণ গায়ক শেখ সাদী, তা নিয়ে শুরু হয় নানা জল্পনা। বিষয়টি নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই মুখ খুললেন পোস্টদাতা সেই শেখ সাদী। গণমাধ্যমকে তিনি জানালেন, সেই পোস্টে পরীমনির যোগসূত্র রাখেননি সাদী। তার কথায়, ও রকম সিরিয়াস কিছু ভেবে দেইনি। কিন্তু সবাই যে এত সিরিয়াসলি এটা নেবে, ভাবতেও পারিনি। এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে ভাবব। সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে, এর বেশি আর কিছু নয়। সেই পোষ্টের ক্যাপশনটি চ্যাটজিপিটি থেকে পেয়েছেন বলেও দাবি শেখ সাদীর। বলেন, চ্যাটজিপিটির কাছ থেকে একটা ক্যাপশন চেয়েছিলাম। সেখান থেকে এমন একটা বাক্য পেয়েছি। আরও পড়ুন:ফের বিয়ের পথে পরীমনি? শেখ সাদীকে নিয়ে জল্পনা তুঙ্গে শেখ সাদী আরও বলেন, বিশ্বাস করুন, চ্যাটজিপিটি অনেক স্মার্ট। তবে বিষয়টা তো এ রকম নয়। এটা ঠিক যে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর