ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশের সদস্য ও স্থানীয়রা উদ্ধার কাজে যোগ দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরগামী বরযাত্রীবাহী বাসটি ভবুকদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে অন্তত ৩০ জন আহত হন। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।...
ফরিদপুরে বরযাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে আহত ৩০
অনলাইন ডেস্ক

নাটোরে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন ছাত্র-জনতা
অনলাইন ডেস্ক

নাটোর সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলুকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় ছাত্র-জনতা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের গাড়িখানা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে সবুজ আহমেদ নামে আরেক যুবলীগকর্মীকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক ডাবলু গাড়ীখানা এলাকায় তার নিজ বাড়িতে ফেরার পথে অজ্ঞাত লোকজন তার ওপর হামলা ও মারধর করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা তাকে পুলিশে সোপর্দ করে। তিনি আরও জানান, এসময় পুলিশ ঘটনাস্থল থেকে সবুজ আহমেদ নামে অপর এক যুবলীগকর্মীকে আটক করে। পরে পুলিশ ডাবলুকে প্রাথমিক চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়।...
নিয়ন্ত্রণে চট্টগ্রামের বহুতল ভবনের আগুন
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পোর্ট কানেকটিং রোডে একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের সোয়া এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ওয়ার্ড মুন্সি পাড়া এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, ফলের ক্যারেটের (ফল রাখার প্লাস্টিকের ঝুড়ি) গুদামে প্রথমে আগুন লাগে। এরপর তা আশপাশের কয়েকটি বসতঘরে ছড়িয়ে পড়ে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মকর্তা খান খলিলুর রহমান বলেন, আগুন লাগার সূত্রপাত এখনো জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ফলের ক্যারেটের আগুন ছড়িয়ে পড়ে বসত বাড়িতে এই আগুন লেগেছে। সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের চারটি স্টেশন থেকে দ্রুততার সঙ্গে ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে বলেও জানান...
মা-বাবার সামনেই গাড়িতে পুড়ে ছাই হলো শিশু জিসান
নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে দগ্ধ হয়ে জিসান নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জিসান রূপগঞ্জের রূপসী এলাকার শরীফের ছেলে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। স্বজনরা জানায়, বিকেলে রূপগঞ্জের রূপসী এলাকা থেকে শরিফ মিয়া তার স্ত্রী ও ছেলে জিসানসহ পাঁচজন নিজেদের গাড়িতে চড়ে নরদিংদী জেলায় আত্মীয়র বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। যাত্রাপথে তারা গাড়িতে গ্যাস নেয়ার জন্য কর্নগোপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রংধনু ফিলিং স্টেশনে যান। সেখানে শিশু জিসানকে ভেতরে রেখে মা-বাবাসহ অন্যরা গাড়ি থেকে নেমে পড়েন। গ্যাস নেয়ার সময় সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। এ সময় সবাই গাড়ির দিকে ছুটে গেলেও ততক্ষণে পুরো গাড়িতে আগুন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর