জামালপুরের সরিষাবাড়ীতে শ্রমিক দলের নেতা আব্দুল আজিজ ওরফে সোনা সরদার (৬০) হত্যা মামলায় অভিযুক্ত আতশি বেগম (৫৫)-কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের আনিছুর ও লিটন ডাক্তারের সঙ্গে একই গ্রামের আব্দুর রশিদ ও আব্দুস সালাম মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৭ ফেব্রুয়ারি বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষ থামাতে গেলে শ্রমিক নেতা আব্দুল আজিজ অভিযুক্ত রশিদ, সালাম, আতশি বেগমসহ তাদের লোকজনের হামলার শিকার হন। তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়, ফলে তিনি কোদালের ওপর পড়ে গিয়ে নাক ও কপালে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে...
সরিষাবাড়ীতে শ্রমিক দল নেতা হত্যার আসামি আতশি বেগম গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

সিংগাইরে ৮ ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা
অনলাইন ডেস্ক

মানিকগঞ্জের সিংগাইরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে ৮টি ইটভাটার মালিককে মোট ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তর ও মানিকগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ মোবাইল কোর্ট এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করে। পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে তিন ফসলি জমিতে অবৈধভাবে ইটভাটা স্থাপন করে ইট প্রস্তুত করা হচ্ছিল। এই অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স আলী আকবর ব্রিকস ১, আলী আকবর ব্রিকস ২, আলী আকবর ব্রিকস ৫, আলী আকবর ব্রিকস ৬, সফুর ব্রিকস, রাকমান ব্রিকস, আউয়াল ব্রিকস ১ ও আউয়াল ব্রিকস ২এই আটটি ইটভাটার মালিককে ২ লাখ টাকা করে মোট ১৬ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন...
মোংলা বন্দরে নিলামে তোলা ২৭ গাড়ির বিক্রয়াদেশ জারি
অনলাইন ডেস্ক

মোংলা বন্দরে নিলামে তোলা ৭২টি গাড়ির মধ্যে ২৭টির বিক্রয়াদেশ জারি করেছে মোংলা কাস্টমস হাউস। বাকি ৪৫টি গাড়ি সংশ্লিষ্ট আমদানিকারকরা আদালতের রায়ে খালাস করেছেন। গত ৬ ফেব্রুয়ারি এই ২৭টি গাড়ির বিক্রয়াদেশ চূড়ান্ত করা হয়। নিলামে সর্বোচ্চ দর উঠেছে এস ইউ ভি প্রাডো মডেলের গাড়ির জন্য। এটি ১ কোটি ১৪ লাখ ৫৫ হাজার টাকায় কিনেছে চট্টগ্রামের ডিএমসি লজিস্টিক নামের একটি প্রতিষ্ঠান। তবে নিলামের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১ কোটি ৩৫ লাখ ৭ হাজার ১৫৬ টাকা। মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনার রুবেল হাসান জানান, ২০ জানুয়ারি নিলামে এলিয়ন, ফিল্ডার, হাইব্রিড, হাইয়েচ, প্রাডো ল্যান্ড ক্রুজার, বেসেল, হারিয়ার ও জাম্প ট্রাকসহ ৭২টি গাড়ি তোলা হয়। এর মধ্যে ২৭টি গাড়ির সর্বোচ্চ দরপত্র গ্রহণ করা হয়েছে। বিক্রিত গাড়িগুলোর মধ্যে রয়েছে করোলা ফিল্ডার, মিতসুবিশি কল্ট, হাইয়েচ, নিশান টিয়ানা ও...
তালাক দেওয়ায় শাশুড়িকে কোপ
নিজস্ব প্রতিবেদক

পিরোজপুরের মঠবাড়িয়ায় বউ তালাক দেওয়ায় শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামাতা খোকন হাওলাদারের বিরুদ্ধে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে গিলাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর জখম শাশুড়ি হামিদা আক্তার রিজভীকে (৬০) বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত হামিদা আক্তারের মেয়ে মাছুমা বেগম (৩৫) বাদী হয়ে সাবেক স্বামী খোকনকে আসামি করে থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) খোকনকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ জেলে পাঠিয়েছে। খোকন উজিরপুর উপজেলার ভাসানচর গ্রামের মৃত মো. ওসমান গণির ছেলে। আহত হামিদা আক্তারের ভাসুরের ছেলে মো. হুমায়ুন কবির (সামাউন) জানান, তার চাচাত বোন মাসুমার সঙ্গে খোকনের ২০০৫ সালে বিয়ে হয়। বিয়ের পর ব্যবসার সূত্রে খোকন স্ত্রী মাসুমাকে নিয়ে কেরানীগঞ্জের পুরান ভাড়াইল্লা (খালমোড়া) বসবাস...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর