গত বছরের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে প্রাণ হারান মো. হাসান (১৯)। এরপর পাঁচ মাসের বেশি সময় তার মরদেহ পড়ে ছিল ঢাকা মেডিকেল কলেজের মর্গে। ডিএনএ পরীক্ষা করে গত ১২ জানুয়ারি তার মরদেহ শনাক্ত করে পরিবার। গত বুধবার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া হাসানের পরিচয় নিশ্চিত হয়। এরপর থেকে তার মা গোলেনুর বেগমের কান্না যেন থামছেই না। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে হাসানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ পরিবারের কাছে তুলে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সন্তানের মরদেহ পেয়ে কান্নায় ভেঙে পড়েন হাসানের মা গোলেনুর বেগম। এ সময় পাশেই ছিলেন তার বাবা মো. মনির হোসেন। অশ্রুজড়িত কণ্ঠে ছেলে হত্যার বিচার চাইলেন তিনি। মনির হোসেন বলেন, আমার ছেলে ৫ আগস্ট হারিয়ে যায়। পরে তাকে আমরা প্রায় সব হাসপাতাল, ক্লিনিক,...
৬ মাস পর ছেলের মরদেহ পেয়ে কান্না থামছে না মায়ের
অনলাইন ডেস্ক

শবে বরাতে মসজিদে-মসজিদে ভিড়, ক্ষমা প্রার্থনা মুসল্লিদের
অনলাইন ডেস্ক

আজ পবিত্র শবে বরাতের রাত। ঢাকাসহ সারা দেশে মসজিদে-মসজিদে মুসল্লিদের ভিড় লেগেছে। এ রাতে মুসলমানরা মহান আল্লাহর দরবারে পাপ মোচনের আকুতি জানাচ্ছেন। মুসলিম উম্মাহর জন্য শবে বরাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এই রাতকে মুক্তির রাত হিসেবেও অভিহিত করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে ইবাদত-বন্দেগি, দোয়া ও ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, স্টার জামে মসজিদ, লক্ষ্মীবাজার শাহী মসজিদ, ইস্কাটন মসজিদ, সেগুনবাগিচা মসজিদ, বেইলি রোড এলাকার বেশ কয়েকটি মসজিদসহ সারাদেশে মুসল্লিদের উপস্থিতি চোখে পড়ার মতো। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করতেই তারা বায়তুল মোকাররম মসজিদে এসেছেন। নামাজে আসা মুসল্লিরা জানান, অন্যান্য দিনের তুলনায় আজ দিনটা...
১৬ ফেব্রুয়ারি ডিসি সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক

আগামী ১৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন (ডিসি সম্মেলন)। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্মেলনের উদ্বোধন করবেন। ৩ দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। এই বিষয়ে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সচিবালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সূত্র জানা গেছে, ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উদ্বোধন-অধিবেশন ও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দিকনির্দেশনা গ্রহণ এবং সমাপনী অনুষ্ঠানসহ ৩৪টি কার্য-অধিবেশন থাকবে। সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে এ ডিসি সম্মেলন। ডিসি সম্মেলনে উপদেষ্টা-সচিবদের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে ডিসিদের...
‘মানুষ আমাদের ক্ষমা করবে না, যদি আমরা হাসিনার বিচার করতে না পারি’
অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার না করতে পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য দুবাই সফরে থাকা প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে। ড. ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেওয়া হবে না। সাবেক প্রধানমন্ত্রী এবং তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে এনে তাদেরকে আইনের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আমরা ভারতকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা ড....
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর