প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম মো. নাসির উদ্দীনের সঙ্গে দেখা করবে বিএনপি। আগামী রোববার অথবা সোমবার এই বৈঠক হতে পারে। বিএনপির মিডিয়া সেল সূত্রে এই তথ্য জানা গেছে। আলোচনার বিষয়, দেশের বর্তমান পরিস্থিতি। শুক্রবার দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে , আগামী ৯ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই বৈঠক হবে প্রধান উপদেষ্টার সঙ্গে। তবে সেটি রোববার না সোমবার এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। এমনও হতে পারে দিই দিনই বৈঠক হতে পারে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় বৈঠকটি শুরু হয়। এর প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর ১টার দিকে বৈঠকটি শেষ হয়। বৈঠকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান...
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক

ওয়াশিংটনে মার্কিন তিন স্টেটের বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাত
নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিএনপির অনুষ্ঠান শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সময় (৮ ফেব্রুয়ারি) বিএনপি ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ড স্টেট এর উদ্যোগে আয়োজিত এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান। জানা গেছে, উপস্থিত নেতারা অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সংগঠনটি তার মতামত ও উদ্দেশ্য বিশ্বব্যাপী তুলে ধরবে। এদিন সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ব্যারিস্টার জায়মা রহমান ওয়াশিংটন ডিসিতে...
আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জামায়াত আমিরের
অনলাইন ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশবাসীর প্রতি আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। ডা. শফিকুর রহমান বলেন, গত তিন দিন ধরে দেশের বিভিন্ন স্থানে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, তা বিবেক ও দায়িত্ববোধের জায়গা থেকে সমর্থনযোগ্য নয়। কোনো দায়িত্বশীল নাগরিক এসব কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন না। তিনি আরও বলেন, আমাদের আহ্বান, আইন নিজের হাতে তুলে নেওয়ার মধ্যে কোনো কল্যাণ নেই। বরং সবাই মিলে জোর দাবি তুলতে হবে গত ১৫ বছরে যারা খুন, গুম, লুটপাট, দুর্নীতি ও বিশেষভাবে ২০২৪ সালের গণহত্যায় জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার ও শাস্তি নিশ্চিত করা হোক। জামায়াত আমির সরকারের উদ্দেশে বলেন, অর্থপাচার ও লুটপাটের সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে...
নাটোরের চার আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
অনলাইন ডেস্ক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলার চারটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জেলা জামায়াতের কার্যালয়ে জেলা মজলিসে শূরার বৈঠকে নাটোর জেলা আমীর ড. মীর নুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত প্রার্থীরা হলেন: নাটোর-১ আসনে মাওলানা মো. আবুল কালাম আজাদ লালপুর উপজেলা জামায়াতের আমীর ও লালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। নাটোর-২ আসনে অধ্যাপক মো. ইউনুস আলী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নাটোর জেলা নায়েবে আমীর। নাটোর-৩ আসনে প্রফেসর সাইদুর রহমান জেলা জামায়াতের অফিস সম্পাদক। নাটোর-৪ আসনে মাওলানা আব্দুল হাকিম বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি। জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম জানান, নাটোর-১, নাটোর-২...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর