রাষ্ট্রের শতকোটি টাকা অপচয় করে বিদেশ ভ্রমণ ও বিভিন্ন দেশ থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে দুদক কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, শেখ হাসিনা ভারত ও বেলজিয়াম থেকে যে তিনটি ডিগ্রি নিয়েছেন, তাতে রাষ্ট্রের অর্থ অপচয় হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। একইসঙ্গে শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে এই ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন কিনা তাও খতিয়ে দেখবে সংস্থাটি। এদিকে ন্যাশনাল ব্যাংক থেকে ৪৯০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।...
শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি অর্জনের বিষয়ে তদন্তে নামছে দুদক
অনলাইন ডেস্ক

বাংলাদেশ থেকে তিন লাখ পর্যটকের প্রত্যাশা মালয়েশিয়ার
নিজস্ব প্রতিবেদক

২০২৬ সাল নাগাদ উচ্চশিক্ষা ও চিকিৎসার জন্য বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে তিন লাখ পর্যটক নিতে চায় মালয়েশিয়া- একথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার মো. শুহাদা ওথম্যান। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ট্যুরিজম মালয়েশিয়া আয়োজিত এক সেমিনারে এই তথ্য জানান তিনি। হাইকমিশনার জানান, গেল বছর মালয়েশিয়ার দেড় শতাধিক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশ থেকে অসংখ্য বিদেশি শিক্ষার্থী পড়তে গেছেন। সেই সঙ্গে উন্নত চিকিৎসার জন্যও দেশটিতে গেছেন অনেকে। মালয়েশিয়ায় চিকিৎসা ও পড়াশোনার মান অস্ট্রেলিয়া বা ইউরোপ-আমেরিকার চেয়ে কোনো অংশে কম নয় উল্লেখ করে ট্যুরিজম মালয়েশিয়ার সিনিয়র সহকারী পরিচালক মুয়াজ সামাত জানান, অন্য দেশের তুলনায় তাদের দেশে খরচ তুলনামূলক কম। সেমিনারে মালয়েশিয়ার অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। news24bd.tv/NS...
শেখ হাসিনার উসকানির কারণেই ৩২ নাম্বারের ঘটনা: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনার উসকানির কারণেই ধানমন্ডি ৩২ নাম্বারের বাড়িটি বিক্ষুব্ধ জনতা গুড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকরার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীতে এক সভায় তিনি আরও বলেন, শেখ হাসিনা অবিরাম উসকানি দিচ্ছে বলেই দেশে এখন এমন ঘটনা ঘটছে। তিনি বক্তব্য দেয়া থেকে বিরত থাকলে এমনটা হতো না। তিনি আরও বলেন, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য না দেয়া সম্পর্কে লিখিত অনুরোধ করা হয়েছিলো ভারতকে। তবে সেই অনুরোধের জবাব পায়নি বাংলাদেশ। ভারতকে নতুন করে আবার চিঠি দেয়া হয়েছে। কারণ শেখ হাসিনার বক্তব্যে অনেক উসকানির সৃষ্টি হচ্ছে দেশে, যা দেশের জন্য ভালো নয়। তিনি বলেন, ভারতের সাথে দুপক্ষের স্বার্থ উদ্ধার করে সম্পর্ক রাখার চেষ্টা অব্যাহত আছে। পাকিস্তানের সাথে ইচ্ছাকৃত খারাপ সম্পর্ক রাখার চেষ্টা ছিলো তবে এখন তা স্বাভাবিক অবস্থায়...
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলের ব্যাংক হিসাব জব্দ
নিজস্ব প্রতিবেদক

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ১৬টি ও তার ছেলে রাহার মালেকের ১২টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. ফজলুল হক পৃথক দুই আবেদনে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন। আবেদনে বলা হয়, আসামিদের নামে ব্যাংক হিসাবগুলোতে বিশাল অঙ্কের আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, বর্ণিত হিসাবগুলোতে রক্ষিত অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন আসামিরা। মামলার তদন্ত শেষ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর