চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিচুয়ান প্রদেশে শনিবার ভূমিধসের পর ৩০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ১১:৫০ মিনিটে ইবিন শহরের জিনপিং গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। সিসিটিভি জানিয়েছে, দশটি ঘর মাটি চাপা পড়ে গেছে এবং ৩০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে। এতে আরও বলা হয়েছে, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং কর্তৃপক্ষকে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান ও উদ্ধার, হতাহতের সংখ্যা কমাতে এবং পরবর্তী পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা করার জন্য যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় একটি অনলাইন পোস্টে জানিয়েছে যে দুইজনকে উদ্ধার করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, জরুরি প্রতিক্রিয়া দলগুলো জীবিতদের সন্ধানে ঘটনাস্থলে অবস্থান করছে।...
চীনের শিচুয়ান প্রদেশে ভূমিধসে নিখোঁজ ৩০
অনলাইন ডেস্ক

ট্রাম্পকে লাগবে না, ফিলিস্তিনিরাই গাজা পুনর্নির্মাণ করবে
অনলাইন ডেস্ক

দখলদার ইসরায়েলের টানা ১৫ মাস ধরে চলা সামরিক অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকায় স্থানীয় বাসিন্দারা পুনরায় নিজেদের হোটেল ও রেস্তোরাঁ গড়ে তুলতে বদ্ধপরিকর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যের রিভিয়েরা পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গাজাকে ফিলিস্তিনি জনগণের ইতিহাস ও পরিচয়ের অংশ হিসেবেই পুনর্গঠন করা হবে। গাজার বাসিন্দা ও রেস্তোরাঁ মালিক আসাদ আবু হাসেইরা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এখানে যা কিছু ধ্বংস হয়েছে, তা পুনরায় নির্মাণ করা সম্ভব। ট্রাম্প চান গাজার ইতিহাস বদলে ফেলতে, কিন্তু আমরা আরব, আমাদের ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না। আরেক ব্যবসায়ী মোহাম্মদ আবু হাসেইরা বলেছেন, ট্রাম্প নতুন রেস্তোরাঁ তৈরি করতে চান, কিন্তু আমাদের রেস্তোরাঁ ও হোটেল তো আগে থেকেই ছিল! তাহলে কেন সেগুলো ধ্বংস...
ধরাশায়ী কেজরিওয়াল, দিল্লির মসনদে বিজেপি
অনলাইন ডেস্ক

নয়াদিল্লি বিধানসভা নির্বাচনে নিজ আসনে হেরেছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বিজেপি প্রার্থী পরবেশ বর্মার কাছে ৩ হাজার ১৮২ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। গত বুধবার ভারতের দিল্লিতে বিধানসভার ভোটগ্রহণ শেষ হয়, আজ চলছে ভোট গণনা। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বেশিরভাগ বুথফেরত জরিপে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পূর্বাভাস দিয়েছে, ৭০ সদস্যের বিধানসভায় তাদের ৩৫টিরও বেশি আসন পাওয়ার কথা জানিয়েছে। ভারতের নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, ৬০ শতাংশের বেশি যোগ্য ভোটার এবার ভোট দিয়েছেন। রাজধানী হিসেবে প্রতীকী গুরুত্বের কারণে, দিল্লি জয় উভয় দলের জন্যই একটি মর্যাদার লড়াই। ফেডারেল-শাসিত অঞ্চলটি ২০১৩ সাল থেকে আপের অধীনে পরিচালিত হয়েছে।...
দিল্লি দখলের পথে বিজেপি
অনলাইন ডেস্ক

দিল্লিতে ২৭ বছর পর ক্ষমতার দখলে যাচ্ছে বিজেপি। ৮ ফেব্রুয়ারি (শনিবার) দুপুর পর্যন্ত ভোট গণনার ফলাফল অনুযায়ী, বিজেপি ৭০ আসনের মধ্যে ৪৮ আসনে এগিয়ে রয়েছে এবং আম আদমি পার্টি (আপ) ২২ আসনে এগিয়ে আছে। এদিকে, কংগ্রেস কোনো আসনও নিশ্চিত করতে পারেনি। এনডিটিভি সূত্রে জানা গেছে, ভোট গণনা শুরুর তিন ঘণ্টার মধ্যে বিজেপি ৪৮টি আসনে এগিয়ে এবং আপ ২২টি আসনে এগিয়ে ছিল। কংগ্রেস এখনও শূন্য হাতে থাকার পথে। এবারের নির্বাচনে আপের ব্যাপক পরাজয় দলের শীর্ষ নেতাদেরও বিপদে ফেলেছে। আপের প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং সাবেক উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া যথাক্রমে নয়াদিল্লি ও জংপুরা আসনে হেরে গেছেন। এর পাশাপাশি, মুখ্যমন্ত্রী অতিশি কালকাজি আসনে পিছিয়ে রয়েছেন, যেখানে বিজেপির রমেশ বিধুরি এগিয়ে আছেন। সবশেষ খবর অনুযায়ী, অরবিন্দ কেজরিওয়াল বিজেপির প্রতিদ্বন্দ্বী পারভেশ সাহেব...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর