জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ রোববার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ প্রথম দিন পাঁচ শিফটে ডি ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) নারী শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার একই ইউনিটের পুরুষ শিক্ষার্থীদের পরীক্ষা প্রথম চার শিফটে নেওয়া হবে, এবং পঞ্চম শিফটে আইবিএ-জেইউ ইউনিটের (নারী-পুরুষ উভয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১১ ফেব্রুয়ারি বিজনেস স্টাডিজ অনুষদের (ই ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে, প্রথম শিফটে নারী ও দ্বিতীয় শিফটে পুরুষ শিক্ষার্থীরা অংশ নেবেন। একই দিনে এ ইউনিটের (গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ...
জাবিতে ভর্তি পরীক্ষা শুরু আজ
অনলাইন ডেস্ক

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২ হলের নতুন নাম ‘শহীদ ফেলানী’ ও ‘বিজয় ২৪’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক ২টি হলের নাম পরিবর্তন করা হয়েছে। হল দুইটির নতুন নাম হলো শহীদ ফেলানী ও বিজয় ২৪। শনিবার (৮ ফেব্রুয়ারি) প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। উপাচার্য বলেন, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে বিজয় ২৪ হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ ফেলানী হল নতুনভাবে নামকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে সিন্ডিকেট সভায় অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।...
বেরোবি ১৬ জুলাই পালন করবে শহীদ আবু সাঈদ দিবস
অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আবু সাঈদের স্মরণে প্রতি বছর১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পালন করা হবে শহীদ আবু সাঈদ দিবস। শনিবার (৮ ফেব্রুয়ারি) প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। উপাচার্য বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের অবদানকে স্মরণীয় করে রাখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রতি বছর ১৬ জুলাই যথাযথ মর্যাদায় শহীদ আবু সাঈদ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, শহীদ আবু সাঈদের স্মরণে প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহীদ আবু সাঈদের নামে সাত দিনব্যাপী বইমেলার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও সভায় জুলাই আন্দোলনে...
যবিপ্রবি শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
অনলাইন ডেস্ক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়েছে। শুক্রবার রাত ১০ টার দিকে ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনাটি ঘটে। প্রেসক্লাব যশোরে শনিবার বিকেল ৫টার দিকে প্রথম অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল প্রকৌশলী বিভাগের শিক্ষার্থী সাদেকা শাহানীর উর্মি দাবি করেন, গত ৬ ফেব্রুয়ারি লিফট দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিবকে। এই ঘটনাকে কেন্দ্র করে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগের শিক্ষার্থীদের বাকবিতণ্ডার একপর্যায়ে কেমিক্যাল প্রকৌশলী বিভাগের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এর পরপরই...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর